ETV Bharat / sitara

রাধিকার 'রাইট প্রোফাইল' - রাধিকা মদনের খবর

এমনিতে দেখতে সুন্দর রাধিকা মদন । তবে প্রত্যেকেরই একটা প্রোফাইল থাকে যেটি নিয়ে তিনি খুব আত্মবিশ্বাসী থাকেন । নিজের সেই সঠিক প্রোফাইলকে খুঁজে পেলেন রাধিকা ।

Radhika Madan right profile
Radhika Madan right profile
author img

By

Published : Jul 30, 2020, 7:07 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ রাধিকা মদন । ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি শেয়ার করেন অভিনেত্রী । এবার তিনি শেয়ার করলেন তাঁর একটি স্টিল ছবি ।

ঝকঝকে স্কিন, টানটান করে বাঁধা চুল, দৃঢ় চাহনি সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী লাগছে রাধিকাকে । আর হবেন নাই বা কেন ? তিনি তো তাঁর সঠিক প্রোফাইল খুঁজে পেয়ে গেছেন ।

হ্যাঁ, এই অ্যাঙ্গলে তোলা ছবিটাই রাধিকার সঠিক অ্যাঙ্গল মনে হয়েছে । ক্যাপশনে তিনি লিখেছেন, "রাইট প্রোফাইল" ।

কাজের ক্ষেত্রে রাধিকার একটি রিলিজ় আসন্ন । রোম্যান্টিক কমেডি 'সিদ্দত'-এ মোহিত রায়না, ডায়না মদন এবং সানি কৌশলের সঙ্গে অভিনয় করবেন রাধিকা ।

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ রাধিকা মদন । ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি শেয়ার করেন অভিনেত্রী । এবার তিনি শেয়ার করলেন তাঁর একটি স্টিল ছবি ।

ঝকঝকে স্কিন, টানটান করে বাঁধা চুল, দৃঢ় চাহনি সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী লাগছে রাধিকাকে । আর হবেন নাই বা কেন ? তিনি তো তাঁর সঠিক প্রোফাইল খুঁজে পেয়ে গেছেন ।

হ্যাঁ, এই অ্যাঙ্গলে তোলা ছবিটাই রাধিকার সঠিক অ্যাঙ্গল মনে হয়েছে । ক্যাপশনে তিনি লিখেছেন, "রাইট প্রোফাইল" ।

কাজের ক্ষেত্রে রাধিকার একটি রিলিজ় আসন্ন । রোম্যান্টিক কমেডি 'সিদ্দত'-এ মোহিত রায়না, ডায়না মদন এবং সানি কৌশলের সঙ্গে অভিনয় করবেন রাধিকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.