ETV Bharat / sitara

পরিচালক রাধিকা ! - রাধিকা আপ্তে পরিচালনা

অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণের পর এবার পরিচালনায় রাধিকা আপ্তে।

Radhika Apte as director
author img

By

Published : Oct 24, 2019, 6:35 PM IST

মুম্বই : রাধিকা আপ্তে, বলিউডের এমন এক নাম যাঁকে চোখ বুজে ভরসা করা যায় যে কোনও চরিত্রের জন্য। বোল্ড চরিত্র হোক বা নমনীয়, সিরিয়াস চরিত্র হোক বা কমেডি চরিত্র সমস্ত জঁরেই 'মাহির' রাধিকা। তাই এবার একটু অন্য ভূমিকায় নিজেকে দেখতে চাইলেন তিনি। অভিনেত্রী থেকে পরিচালক হওয়ার পথে তিনি।

'স্লিপওয়াকার' নামে একটি 30 মিনিটের শর্টফিল্ম পরিচালনা করেছেন রাধিকা। ছবিতে অভিনয় করছেন, গুলশন দেবাইয়া ও শাহানা গোস্বামী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাধিকা বলেছেন, "হঠাৎ করেই পুরো ব্যাপারটা হয়ে যায়। আমি একটা ছোটোগল্প লিখতে চেষ্টা করছিলাম। আর ললিত, হানি, অভিষেক তখনও ছবিটা প্রযোজনা করার কথা বলে।"

Radhika Apte as director
ক্যামেরা হাতে..

পরিচালনা তো সহজ কথা নয়। জীবনের শেষ ছবি পরিচালনা করার সময়ও পরিচালকরা কিছু না কিছু শিখতে থাকেন। রাধিকাও তার ব্যতিক্রম নন। তিনি বললেন, "পুরো প্রক্রিয়াটা থেকে আমি অনেক কিছু শিখছি।"

Radhika Apte as director
একমনে..

ছবিটির মধ্যে একটা গুঢ় অর্থ লুকিয়ে রয়েছে এবং ছবিটির গল্প আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আবর্তিত হতে থাকে, মতে প্রযোজক অভিষেকের। শুটিং শেষ হয়েছে ছবিটির, তবে মুক্তির দিন ঠিক হয়নি এখনও।

মুম্বই : রাধিকা আপ্তে, বলিউডের এমন এক নাম যাঁকে চোখ বুজে ভরসা করা যায় যে কোনও চরিত্রের জন্য। বোল্ড চরিত্র হোক বা নমনীয়, সিরিয়াস চরিত্র হোক বা কমেডি চরিত্র সমস্ত জঁরেই 'মাহির' রাধিকা। তাই এবার একটু অন্য ভূমিকায় নিজেকে দেখতে চাইলেন তিনি। অভিনেত্রী থেকে পরিচালক হওয়ার পথে তিনি।

'স্লিপওয়াকার' নামে একটি 30 মিনিটের শর্টফিল্ম পরিচালনা করেছেন রাধিকা। ছবিতে অভিনয় করছেন, গুলশন দেবাইয়া ও শাহানা গোস্বামী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাধিকা বলেছেন, "হঠাৎ করেই পুরো ব্যাপারটা হয়ে যায়। আমি একটা ছোটোগল্প লিখতে চেষ্টা করছিলাম। আর ললিত, হানি, অভিষেক তখনও ছবিটা প্রযোজনা করার কথা বলে।"

Radhika Apte as director
ক্যামেরা হাতে..

পরিচালনা তো সহজ কথা নয়। জীবনের শেষ ছবি পরিচালনা করার সময়ও পরিচালকরা কিছু না কিছু শিখতে থাকেন। রাধিকাও তার ব্যতিক্রম নন। তিনি বললেন, "পুরো প্রক্রিয়াটা থেকে আমি অনেক কিছু শিখছি।"

Radhika Apte as director
একমনে..

ছবিটির মধ্যে একটা গুঢ় অর্থ লুকিয়ে রয়েছে এবং ছবিটির গল্প আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আবর্তিত হতে থাকে, মতে প্রযোজক অভিষেকের। শুটিং শেষ হয়েছে ছবিটির, তবে মুক্তির দিন ঠিক হয়নি এখনও।

Intro:Body:

পরিচালক রাধিকা !



অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণের পর এবার পরিচালনায় রাধিকা আপ্তে।



মুম্বই : রাধিকা আপ্তে, বলিউডের এমন এক নাম যাঁকে চোখ বুজে ভরসা করা যায় যে কোনও চরিত্রের জন্য। বোল্ড চরিত্র হোক বা নমনীয়, সিরিয়াস চরিত্র হোক বা কমেডি চরিত্র সমস্ত জঁরেই 'মাহির' রাধিকা। তাই এবার একটু অন্য ভূমিকায় নিজেকে দেখতে চাইলেন তিনি। অভিনেত্রী থেকে পরিচালক হওয়ার পথে তিনি।



'স্লিপওয়াকার' নামে একটি 30 মিনিটের শর্টফিল্ম পরিচালনা করেছেন রাধিকা। ছবিতে অভিনয় করছেন, গুলশন দেবাইয়া ও শাহানা গোস্বামী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাধিকা বলেছেন, "হঠাৎ করেই পুরো ব্যাপারটা হয়ে যায়। আমি একটা ছোটোগল্প লিখতে চেষ্টা করছিলাম। আর ললিত, হানি, অভিষেক তখনও ছবিটা প্রযোজনা করার কথা বলে।"



পরিচালনা তো সহজ কথা নয়। জীবনের শেষ ছবি পরিচালনা করার সময়ও পরিচালকরা কিছু না কিছু শিখতে থাকেন। রাধিকাও তার ব্যতিক্রম নন। তিনি বললেন, "পুরো প্রক্রিয়াটা থেকে আমি অনেক কিছু শিখছি।"



ছবিটির মধ্যে একটা গুঢ় অর্থ লুকিয়ে রয়েছে এবং ছবিটির গল্প আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আবর্তিত হতে থাকে, মতে প্রযোজক অভিষেকের। শুটিং শেষ হয়েছে ছবিটির, তবে মুক্তির দিন ঠিক হয়নি এখনও।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.