ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত 'রাত আকেলি হ্যায়'-র পরিচালক - রাত আকেলি হ্যায়-র খবর

কোরোনায় আক্রান্ত 'রাত আকেলি হ্যায়'-র পরিচালক হানি তেহরান । সোশাল মিডিয়ায় নিজেই এই কথা জানালেন পরিচালক ।

Raat akeli hain director covid positive
Raat akeli hain director covid positive
author img

By

Published : Aug 27, 2020, 8:08 PM IST

মুম্বই : ছিলেন কাস্টিং ডিরেক্টর, হয়েছেন পরিচালক । 'রাত আকেলি হ্যায়' পরিচালনা করে পরিচিতি পেয়েছেন হানি তেহরান । সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ প্রশংসাও পেয়েছে দর্শকের কাছে । তবে হঠাৎই ছন্দপতন । কোরোনায় আক্রান্ত হানি ।

41 বছর বয়সী এই ফিল্মমেকার টুইটারে নিজেই জানিয়েছেন এই খবর । লিখেছেন, "আজ আমার কোভিড পজ়িটিভ রিপোর্ট এসেছে । BMC এবং অন্যান্য অথোরিটিকে এই কথা জানিয়েছি আমি । খুব তাড়াতাড়ি আমার পরিবারের বাকি সদস্যদেরও পরীক্ষা করা হবে ।"

গত 10 দিনে যাদের কাছাকাছি এসেছেন হানি, তাদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি । দেখে নিন তাঁর টুইট...

Raat akeli hain director covid positive
সৌজন্যে টুইটার

'রাত আকেলি হ্যায়'-র আগে 'তলবার', 'সোনচিরিয়া', 'উড়তা পঞ্জাব'-এর মতো ছবিতে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হানি । নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্তের মতো তারকাদের নিয়ে তাঁর প্রথম পরিচালিত ছবি বেশ প্রশংসার দাবি রাখে ।

মুম্বই : ছিলেন কাস্টিং ডিরেক্টর, হয়েছেন পরিচালক । 'রাত আকেলি হ্যায়' পরিচালনা করে পরিচিতি পেয়েছেন হানি তেহরান । সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ প্রশংসাও পেয়েছে দর্শকের কাছে । তবে হঠাৎই ছন্দপতন । কোরোনায় আক্রান্ত হানি ।

41 বছর বয়সী এই ফিল্মমেকার টুইটারে নিজেই জানিয়েছেন এই খবর । লিখেছেন, "আজ আমার কোভিড পজ়িটিভ রিপোর্ট এসেছে । BMC এবং অন্যান্য অথোরিটিকে এই কথা জানিয়েছি আমি । খুব তাড়াতাড়ি আমার পরিবারের বাকি সদস্যদেরও পরীক্ষা করা হবে ।"

গত 10 দিনে যাদের কাছাকাছি এসেছেন হানি, তাদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি । দেখে নিন তাঁর টুইট...

Raat akeli hain director covid positive
সৌজন্যে টুইটার

'রাত আকেলি হ্যায়'-র আগে 'তলবার', 'সোনচিরিয়া', 'উড়তা পঞ্জাব'-এর মতো ছবিতে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হানি । নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্তের মতো তারকাদের নিয়ে তাঁর প্রথম পরিচালিত ছবি বেশ প্রশংসার দাবি রাখে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.