মুম্বই : তামিল ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ আর. মাধবন । তাঁর অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত । কিন্তু, নিজের নাচের ক্ষমতা নিয়ে একটু অস্বস্তিতে মাধবন । কারণ, সেটা একেবারেই পারেন না তিনি ।
সম্প্রতি এক টুইটার ইউজ়ার মাধবন অভিনীত একটি ফিল্মের নাচের দৃশ্য শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্টে । তিনি লিখেছেন, "এই কিউট গানটা আজ আবার দেখলাম । আপনাকে বিয়ে করার অনুমতি পেতে পারি ?"
নাম না জানা সেই ইউজ়ারের সেই গান যতই "কিউট" লাগুক না কেন, মাধবন একেবারেই সহমত হতে পারলেন না বিষয়টিতে ।
নাচের ভিডিয়োটি রিটুইট করে মাধবন লিখেছেন, "তামিল সিনেমার ইতিহাসে সবথেকে খারাপ ডান্সারের উদ্দেশে..."
-
To the worst dancer in the history of tamil cinema???🙈🙈🙈😆😆 https://t.co/I3MnrGZevy
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To the worst dancer in the history of tamil cinema???🙈🙈🙈😆😆 https://t.co/I3MnrGZevy
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 3, 2020To the worst dancer in the history of tamil cinema???🙈🙈🙈😆😆 https://t.co/I3MnrGZevy
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 3, 2020