মুম্বই : লকডাউনে নিজের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । অবসর উপভোগ করার সঙ্গে নিজের বায়োগ্রাফির ম্যানুস্ক্রিপ্টও ফাইনাল করে ফেলেছেন । খুব ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে লেখা হবে প্রিয়াঙ্কার 'আনফিনিশড' ।
ছোটো ছোটো গল্পের আকারে লেখা থাকবে প্রিয়াঙ্কার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা । পেঙ্গুইন ব়্যান্ডম হাউজ় ইন্ডিয়া-প্রকাশনী থেকে মুক্তি পাবে বইটি ।
টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেছেন, "ফিনিশ হল 'আনফিনিশড' । ফাইনাল ম্যানুস্ক্রিপ্টটা সবেমাত্র শেষ হল । আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার তর সইছে না । আমার বায়োগ্রাফির প্রতিটা শব্দ আমার ব্যক্তিগত ভাবনা এবং উপলব্ধি থেকে এসেছে ।"
-
Unfinished is finished! Just about sent in the final manuscript! Wheee! Cannot wait to share it with you all. Every word in my memoir comes from a place of introspection and reflection into my life. #ComingSoon #unfinished
— PRIYANKA (@priyankachopra) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Unfinished is finished! Just about sent in the final manuscript! Wheee! Cannot wait to share it with you all. Every word in my memoir comes from a place of introspection and reflection into my life. #ComingSoon #unfinished
— PRIYANKA (@priyankachopra) August 11, 2020Unfinished is finished! Just about sent in the final manuscript! Wheee! Cannot wait to share it with you all. Every word in my memoir comes from a place of introspection and reflection into my life. #ComingSoon #unfinished
— PRIYANKA (@priyankachopra) August 11, 2020
প্রিয়াঙ্কার জীবন সবসময়ই খুব বর্ণময় । ক্যারিয়ার হোক বা ব্যক্তিগত জীবন- সবকিছুতেই বেশ দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী । কিন্তু, তাঁর স্ট্রাগলটাও মিথ্যে নয় । সেই জার্নির কথাও জানতে চান তাঁর অনুরাগীরা । এবার সেই পথ প্রশস্ত হল ।
শুভেচ্ছা রইল প্রিয়াঙ্কা চোপড়াকে ।