ETV Bharat / sitara

কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ প্রিয়াঙ্কার - bollywood

অবশেষে কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল কানের রেড কার্পেটে হাঁটলেন তিনি।

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/17-May-2019/3304900_658_3304900_1558068979719.png
author img

By

Published : May 17, 2019, 10:28 AM IST

কান : MET gala মাতানোর পর এবার কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ করলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। ৭২ তম এই ফিল্ম ফেস্টিভালে প্রিয়াঙ্কাকে দেখা গেল কালো ও লাল রঙের গাউনে।

কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। শুধু রেড কার্পেটের ছবি নয়, সাদা পোশাকে আরও একটি কান লুকের ছবি দিয়েছেন অভিনেত্রী। প্রিন্সেস ডায়নার একটি পোশাকের মতোই সেই সাদা পোশাকটি।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম@priyanka chopra
ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম@priyanka chopra

এর আগে MET gala-য় পোশাক বিতর্ক দেখা যায় প্রিয়াঙ্কার। তাঁর পোশাক ও সাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ কেউ বলেন যে MET gala-র থিম অনুযায়ী তাঁর পোশাক মানানসই। আবার নিন্দুকরা এই নিয়ে কথা বলতে ছাড়েননি। তৈরি হয় একাধিক মিমও।

কান : MET gala মাতানোর পর এবার কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ করলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। ৭২ তম এই ফিল্ম ফেস্টিভালে প্রিয়াঙ্কাকে দেখা গেল কালো ও লাল রঙের গাউনে।

কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। শুধু রেড কার্পেটের ছবি নয়, সাদা পোশাকে আরও একটি কান লুকের ছবি দিয়েছেন অভিনেত্রী। প্রিন্সেস ডায়নার একটি পোশাকের মতোই সেই সাদা পোশাকটি।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম@priyanka chopra
ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম@priyanka chopra

এর আগে MET gala-য় পোশাক বিতর্ক দেখা যায় প্রিয়াঙ্কার। তাঁর পোশাক ও সাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ কেউ বলেন যে MET gala-র থিম অনুযায়ী তাঁর পোশাক মানানসই। আবার নিন্দুকরা এই নিয়ে কথা বলতে ছাড়েননি। তৈরি হয় একাধিক মিমও।

Intro:Body:

কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ প্রিয়াঙ্কার



অবশেষে কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল কানের রেড কার্পেটে হাঁটলেন তিনি।



কান : MET gala মাতানোর পর এবার কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ডেবিউ করলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। ৭২ তম এই ফিল্ম ফেস্টিভালে প্রিয়াঙ্কাকে দেখা গেল কালো ও লাল রঙের গাউনে।



কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। শুধু রেড কার্পেটের ছবি নয়, সাদা পোশাকে আরও একটি কান লুকের ছবি দিয়েছেন অভিনেত্রী। প্রিন্সেস ডায়নার একটি পোশাকের মতোই সেই সাদা পোশাকটি।



এর আগে MET gala-য় পোশাক বিতর্ক দেখা যায় প্রিয়াঙ্কার। তাঁর পোশাক ও সাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ কেউ বলেন যে MET gala-র থিম অনুযায়ী তাঁর পোশাক মানানসই। আবার নিন্দুকরা এই নিয়ে কথা বলতে ছাড়েননি। তৈরি হয় একাধিক মিমও।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.