ETV Bharat / sitara

এখান থেকেই সবটা শুরু... - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

আজ থেকে 20 বছর আগে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট উঠেছিল প্রিয়াঙ্কা চোপড়ার মাথায় । আর সেদিন থেকেই এই গ্ল্যামার দুনিয়ায় পদার্পণ প্রিয়াঙ্কার । ফিরে দেখলেন অভিনেত্রী ।

Priyanka chopra miss india
Priyanka chopra miss india
author img

By

Published : Jul 24, 2020, 9:25 PM IST

মুম্বই : সব জার্নির একটা কোথাও শুরু আছে । প্রিয়াঙ্কা চোপড়ার এই ফিল্মি ক্যারিয়ারের শুরু একটি বিউটি পেজেন্ট দিয়ে । 2000 সালের মিস ইন্ডিয়া প্রিয়াঙ্কা । সেই দিনটিকে ফিরে দেখলেন অভিনেত্রী ।

লকডাউনে বাড়ি বসে অবসর ভোগ করছেন প্রিয়াঙ্কা । আর সেই ফাঁকেই তিনি দেখে নিলেন তাঁর সেই প্রতিযোগিতার সোনালি দিনগুলো । পুরোনো ফুটেজে পুরোনো নিজেকে দেখে অবাক প্রিয়াঙ্কা ।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । সেখানে বিউটি পেজেন্টের পুরোনো ফুটেজের সঙ্গে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার এখনকার প্রতিক্রিয়া । হেসে কুটোপাটি খাচ্ছেন তিনি ।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "হ্যাঁ, বন্ধুরা, আমরা এটাই করছি । 2000 সালে মিস ইন্ডিয়া পেজেন্টের ফুটেজ দেখছি । এখান থেকেই সবটা শুরু হয়..."

আপনারাও দেখে নিন...

মুম্বই : সব জার্নির একটা কোথাও শুরু আছে । প্রিয়াঙ্কা চোপড়ার এই ফিল্মি ক্যারিয়ারের শুরু একটি বিউটি পেজেন্ট দিয়ে । 2000 সালের মিস ইন্ডিয়া প্রিয়াঙ্কা । সেই দিনটিকে ফিরে দেখলেন অভিনেত্রী ।

লকডাউনে বাড়ি বসে অবসর ভোগ করছেন প্রিয়াঙ্কা । আর সেই ফাঁকেই তিনি দেখে নিলেন তাঁর সেই প্রতিযোগিতার সোনালি দিনগুলো । পুরোনো ফুটেজে পুরোনো নিজেকে দেখে অবাক প্রিয়াঙ্কা ।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । সেখানে বিউটি পেজেন্টের পুরোনো ফুটেজের সঙ্গে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার এখনকার প্রতিক্রিয়া । হেসে কুটোপাটি খাচ্ছেন তিনি ।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "হ্যাঁ, বন্ধুরা, আমরা এটাই করছি । 2000 সালে মিস ইন্ডিয়া পেজেন্টের ফুটেজ দেখছি । এখান থেকেই সবটা শুরু হয়..."

আপনারাও দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.