মুম্বই : সব জার্নির একটা কোথাও শুরু আছে । প্রিয়াঙ্কা চোপড়ার এই ফিল্মি ক্যারিয়ারের শুরু একটি বিউটি পেজেন্ট দিয়ে । 2000 সালের মিস ইন্ডিয়া প্রিয়াঙ্কা । সেই দিনটিকে ফিরে দেখলেন অভিনেত্রী ।
লকডাউনে বাড়ি বসে অবসর ভোগ করছেন প্রিয়াঙ্কা । আর সেই ফাঁকেই তিনি দেখে নিলেন তাঁর সেই প্রতিযোগিতার সোনালি দিনগুলো । পুরোনো ফুটেজে পুরোনো নিজেকে দেখে অবাক প্রিয়াঙ্কা ।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । সেখানে বিউটি পেজেন্টের পুরোনো ফুটেজের সঙ্গে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার এখনকার প্রতিক্রিয়া । হেসে কুটোপাটি খাচ্ছেন তিনি ।
ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "হ্যাঁ, বন্ধুরা, আমরা এটাই করছি । 2000 সালে মিস ইন্ডিয়া পেজেন্টের ফুটেজ দেখছি । এখান থেকেই সবটা শুরু হয়..."
আপনারাও দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">