নিউইয়র্ক : MeToo মুভমেন্টে একাধিক মহিলা সামনে এসেছে। বলিউডের একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে এই মামলায়। আর এই সবকিছুই হয়েছে মহিলারা একসঙ্গে হচ্ছে বলে। এক মহিলাদের সামিটে এই কথাই বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি নিউইয়র্কে একটি মহিলাদের জন্য সামিটের আয়োজন করা হয়েছিল। সেই সামিটে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রিয়াঙ্কা। তাঁকে MeToo প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মহিলাদের সঙ্গে হেনস্থার ঘটনা এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।" প্রিয়াঙ্কা আরও বলেন, "এখন আমরা একে অপরকে বেশি সমর্থন করছি। তাই আমাদের থামানোর ক্ষমতা এখন অনেকেরই নেই।"
তিনি আরও বলেন যে, এখন সোশাল মিডিয়ায় এখন অনেকেই এই বিষয় সামনে আসছে। এর আগেই প্রিয়াঙ্কা #MeToo নিয়ে মুখ খুলেছেন। পাশাপাশি মহিলাদের এগিয়ে আসার কথাও বলেছেন তিনি।
গতবছর বলিউডে #MeToo মুভমেন্ট শুরু করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। এরপর একে একে এই ঘটনায় নাম জড়ায় অলোক কুমার, বিকাশ বহল, সাজিদ খানের মতো ব্যক্তিত্বদের। বাদ যাননি অনু মালিক, রাজকুমার হিরানিও।