মুম্বই : লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে সচল হচ্ছে স্টুডিয়ো পাড়া । সমস্ত বিধিনিষেধ মেনেই চলছে শুটিংয়ের কাজ । 6 মাস বাড়িতে থাকার পর শুটে ফিরলেন প্রীতি জ়িন্টা ।
সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রীতি । লিখেছেন, "6 মাস পর বাড়ি থেকে বেরিয়ে ভালো লাগছে আবার ভয়ও লাগছে । সব সময় মাস্ক না পরতে পেরে একটা ভয়, একটা উত্তেজনা, একটা নার্ভাসনেস কাজ করছে একই সঙ্গে ।"
এই নতুন জীবনে অভ্যস্থ হয়ে প্রীতি বুঝতে পেরেছেন একটু মুক্ত হাওয়ার দাম কতটা । লিখেছেন, "একটু মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পারা যে কতটা সুখের, সেটা বুঝতে পেরেছি । জীবনের প্রতিটা জিনিস, যেগুলোকে আমরা গুরুত্ব দিতাম না, সেগুলোর কদর করতে শিখেছি আজ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে প্রীতি যে কোন ছবির শুটিং করছেন, সেটা পরিষ্কার নয় তাঁর পোস্ট । শুধু তাঁকে মেকআপ করতে দেখা গেছে একটি ভিডিয়োয় । বেশ অনেকদিন বড় পরদায় দেখা যায়নি অভিনেত্রীকে ।