ETV Bharat / sitara

মুক্তি পেল 'প্রস্থানম'-এর নতুন গান

ঈশিতা রাজ শর্মার নাচে 'প্রস্থানম'-এর নতুন গান জমিয়ে দিতে পারে আপনার উইক-এন্ড নাইট।

Prasthanam new song
author img

By

Published : Sep 7, 2019, 5:12 PM IST

মুম্বই : মুক্তি পেল সঞ্জয় দত্ত ও মণিষা কৈড়ালা অভিনীত 'প্রস্থানম'-এর নতুন গান 'দিল বেওড়া'। দেবা কট্টা পরিচালিত এই ছবিতে এছাড়াও অভিনয় করছেন আলি ফজল, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডেও।

গানটিতে ঈশিতা রাজ শর্মাকে দেখা গেল স্টিলেটো পরে নাচ করতে। নেটিজেনদের অনেকেরই বক্তব্য যে, ক্য়াটরিনা কাইফের 'চিকনি চামেলি' গানটির সঙ্গে অনেক মিল রয়েছে এই নাচের স্টেপে। তবে সেখানে ক্যাটরিনাকে স্টিলেটো পরে নাচতে দেখা যায়নি। এরকম একটা আইটেম গানে স্টিলেটো পরে নাচা খুবই কঠিন ব্যাপার।

ভূমি ত্রিবেদী ও মিকা সিংয়ের কণ্ঠে শোনা গেছে গানটি। 'প্রস্থানম' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। দেখে নিন নতুন এই গানের এক ঝলক...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মুক্তি পেল সঞ্জয় দত্ত ও মণিষা কৈড়ালা অভিনীত 'প্রস্থানম'-এর নতুন গান 'দিল বেওড়া'। দেবা কট্টা পরিচালিত এই ছবিতে এছাড়াও অভিনয় করছেন আলি ফজল, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডেও।

গানটিতে ঈশিতা রাজ শর্মাকে দেখা গেল স্টিলেটো পরে নাচ করতে। নেটিজেনদের অনেকেরই বক্তব্য যে, ক্য়াটরিনা কাইফের 'চিকনি চামেলি' গানটির সঙ্গে অনেক মিল রয়েছে এই নাচের স্টেপে। তবে সেখানে ক্যাটরিনাকে স্টিলেটো পরে নাচতে দেখা যায়নি। এরকম একটা আইটেম গানে স্টিলেটো পরে নাচা খুবই কঠিন ব্যাপার।

ভূমি ত্রিবেদী ও মিকা সিংয়ের কণ্ঠে শোনা গেছে গানটি। 'প্রস্থানম' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। দেখে নিন নতুন এই গানের এক ঝলক...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

মুক্তি পেল 'প্রস্থানম'-এর নতুন গান



ঈশিতা রাজ শর্মার নাচে 'প্রস্থানম'-এর নতুন গান জমিয়ে দিতে পারে আপনার উইক-এন্ড নাইট।



মুম্বই : মুক্তি পেল সঞ্জয় দত্ত ও মণিষা কৈড়ালা অভিনীত 'প্রস্থানম'-এর নতুন গান 'দিল বেওড়া'।



গানটিতে ঈশিতা রাজ শর্মাকে দেখা গেল স্টিলেটো পরে নাচ করতে। নেটিজেনদের অনেকেরই বক্তব্য যে, ক্য়াটরিনা কাইফের 'চিকনি চামেলি' গানটির সঙ্গে অনেক মিল রয়েছে এই নাচের স্টেপে। তবে সেখানে ক্যাটরিনাকে স্টিলেটো পরে নাচতে দেখা যায়নি। এরকম একটা আইটেম গানে স্টিলেটো পরে নাচা খুবই কঠিন ব্যাপার।



ভূমি ত্রিবেদী ও মিকা সিংয়ের কণ্ঠে শোনা গেছে গানটি। 'প্রস্থানম' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। দেখে নিন নতুন এই গানের এক ঝলক...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.