ETV Bharat / sitara

প্রভাসের সঙ্গে দেখা করার দাবিতে সেলফোন টাওয়ারের মাথায় ভক্ত - বলিউড

'বাহুবলী'-র পর প্রভাসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। যদিও তাঁর সম্প্রতিক রিলিজ় 'সাহো' সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শকমনে, তবুও জনপ্রিয়তায় খামতি নেই এই দক্ষিণী সুপারস্টারের। তাঁকে একবারের জন্য দেখার দাবিতে সেলফোন টাওয়ারের মাথায় উঠলেন এই ফ্যান।

Prabhas' fan story
author img

By

Published : Sep 12, 2019, 11:16 PM IST

তেলাঙ্গানা : কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের এক থিয়েটারে প্রভাসের ছবির ফ্লেক্সবোর্ড লাগাতে গিয়ে ইলেক্ট্রিক শকে মারা যান তাঁর এক ভক্ত। আর এবার তাঁর সঙ্গে একবার দেখা করার দাবিতে সেলফোন টাওয়ার চড়লেন ভক্ত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।

তেলাঙ্গানা রাজ্যের জঙ্গমের বাসিন্দা সেই ব্যক্তি। প্রভাসের খুবই বড় ফ্যান তিনি। প্রভাসকে একবার চোখের দেখা দেখতে তিনি সেলফোন টাওয়ারের মাথায় চড়েন ও আত্মহত্যা করার হুমকি দেন। তিনি দাবি করেন যে, প্রভাসকে সেই মুহূর্তে সেখানে পৌঁছতে হবে, নাহলে তিনি টাওয়ার থেকে ঝাঁপ দেবেন।

আরও পড়ুন : মোদির প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত টিম 'কুলি নম্বর ওয়ান'

এই ঘটনার পরে কী হয়, তার কোনও উল্লেখ নেই সেই সংবাদমাধ্যমে। তবে জনপ্রিয়তার এই সাইড-এফেক্ট খুব একটা নতুন নয় প্রভাসের জন্য। 'সাহো' মুক্তির আগে প্রভাসের 70 ফুট লম্বা কাট-আউটে দুধ ঢালতে দেখা গেছিল তাঁর ভক্তদের।

'সাহো' সমালোচক বা দর্শকদের ইম্প্রেস করতে পারেনি বটে, তবে বক্সঅফিসে ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। 350 কোটি টাকা বাজেটের এই ছবি খুব অল্পদিনের মধ্য়েই সমস্ত টাকা উশুল করে নিয়েছে বক্স অফিসে।

তেলাঙ্গানা : কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের এক থিয়েটারে প্রভাসের ছবির ফ্লেক্সবোর্ড লাগাতে গিয়ে ইলেক্ট্রিক শকে মারা যান তাঁর এক ভক্ত। আর এবার তাঁর সঙ্গে একবার দেখা করার দাবিতে সেলফোন টাওয়ার চড়লেন ভক্ত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।

তেলাঙ্গানা রাজ্যের জঙ্গমের বাসিন্দা সেই ব্যক্তি। প্রভাসের খুবই বড় ফ্যান তিনি। প্রভাসকে একবার চোখের দেখা দেখতে তিনি সেলফোন টাওয়ারের মাথায় চড়েন ও আত্মহত্যা করার হুমকি দেন। তিনি দাবি করেন যে, প্রভাসকে সেই মুহূর্তে সেখানে পৌঁছতে হবে, নাহলে তিনি টাওয়ার থেকে ঝাঁপ দেবেন।

আরও পড়ুন : মোদির প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত টিম 'কুলি নম্বর ওয়ান'

এই ঘটনার পরে কী হয়, তার কোনও উল্লেখ নেই সেই সংবাদমাধ্যমে। তবে জনপ্রিয়তার এই সাইড-এফেক্ট খুব একটা নতুন নয় প্রভাসের জন্য। 'সাহো' মুক্তির আগে প্রভাসের 70 ফুট লম্বা কাট-আউটে দুধ ঢালতে দেখা গেছিল তাঁর ভক্তদের।

'সাহো' সমালোচক বা দর্শকদের ইম্প্রেস করতে পারেনি বটে, তবে বক্সঅফিসে ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। 350 কোটি টাকা বাজেটের এই ছবি খুব অল্পদিনের মধ্য়েই সমস্ত টাকা উশুল করে নিয়েছে বক্স অফিসে।

Intro:Body:

প্রভাসের সঙ্গে দেখা করার দাবিতে সেলফোন টাওয়ারের মাথায় ভক্ত



'বাহুবলী' পর প্রভাসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। যদিও তাঁর সম্প্রতিক রিলিজ় 'সাহো' সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শকমনে, তবুও জনপ্রিয়তায় খামতি নেই এই দক্ষিণী সুপারস্টারের। তাঁকে একবারের জন্য দেখতে সেলফোন টাওয়ারের মাথায় উঠলেন এই ফ্যান।



তেলাঙ্গানা : কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের এক থিয়েটারে প্রভাসের ছবির ফ্লেক্সবোর্ড লাগাতে গিয়ে ইলেক্ট্রিক শকে মারা যান তাঁর এক ভক্ত। আর এবার তাঁর সঙ্গে একবার দেখা করার দাবিতে সেলফোন টাওয়ার চড়লেন ভক্ত। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে সূত্রে জানা যাচ্ছে এই খবর।



তেলাঙ্গানা রাজ্যের জঙ্গমের বাসিন্দা সেই ভক্ত। প্রভাসের খুবই বড় ফ্যান তিনি। প্রভাসকে একবার চোখের দেখা দেখতে তিনি সেলফোন টাওয়ারের মাথায় চড়েন ও আত্মহত্যা করার হুমকি দেন। তিনি দাবি করেন যে, প্রভাসকে সেই মুহূর্তে সেখানে পৌঁছতে হবে, নাহলে তিনি টাওয়ার থেকে ঝাঁপ দেবেন।



এই ঘটনার পরে কী হয়, তার কোনও উল্লেখ নেই সেই সংবাদমাধ্য়মে। তবে জনপ্রিয়তার এই নমুনা খুব একটা নতুন নয় প্রভাসের জন্য। 'সাহো' মুক্তির আগে প্রভাসের 70 ফুট লম্বা কাট-আউটে দুধ ঢালতে দেখা গেছিল তাঁর ভক্তদের।



'সাহো' সমালোচক বা দর্শকদের ইম্প্রেস করতে পারেনি বটে, তবে বক্সঅফিসে ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। 350 কোটি টাকা বাজেটের এই ছবি খুব অল্পদিনের মধ্য়েই সমস্ত টাকা উশুল করে নিয়েছে বক্স অফিসে।    




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.