মুম্বই : আপকামিং ছবি নিয়ে আজ বড় ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন পরিচালক নাগ অশ্বিন । সেই মতোই আজ টুইটারে একটি ঘোষণা করেন তিনি । জানিয়েছেন, ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকবেন দানি সানচেজ়-লোপেজ় । আর মিউজ়িক কম্পোজ় করবেন মিকি জে মিয়ার ।
প্রযোজনা সংস্থা বিজয়ন্তি মুভিজ়ের তরফে টুইটারে একটি পোস্ট করা হয় । সেখানেই ছবির সিনেমাটোগ্রাফার ও মিউজ়িক কম্পোজ়ারের কথা ঘোষণা করা হয়েছে । তার ক্যাপশনে লেখা, "অত্যন্ত গর্বের সঙ্গে ক্যামেরার পিছনে থাকা আমাদের হিরোদের কথা ঘোষণা করছি ।"
-
Proudly presenting our heroes behind the screen.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome @dancinemaniac and @MickeyJMeyer onboard our #PrabhasNagAshwin Project.#Prabhas @nagashwin7 @SrBachchan @deepikapadukone @AshwiniDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/cVJKxmwe8p
">Proudly presenting our heroes behind the screen.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) January 29, 2021
Welcome @dancinemaniac and @MickeyJMeyer onboard our #PrabhasNagAshwin Project.#Prabhas @nagashwin7 @SrBachchan @deepikapadukone @AshwiniDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/cVJKxmwe8pProudly presenting our heroes behind the screen.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) January 29, 2021
Welcome @dancinemaniac and @MickeyJMeyer onboard our #PrabhasNagAshwin Project.#Prabhas @nagashwin7 @SrBachchan @deepikapadukone @AshwiniDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/cVJKxmwe8p
এর আগে 'মেহনতি' ছবিতে নাগ অশ্বিনের সঙ্গে কাজ করেছিলেন সানচেজ়-লোপেজ় ও মিকি জে মিয়ার । এবার ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা ।
এই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে প্রভাস, দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চনকে । ছবির বাকি অভিনেতাদের নাম এখনও নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি । পাশাপাশি ছবির নামও ঘোষণা করেননি তাঁরা । শীঘ্রই সেকথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে । চলতি বছরের এপ্রিলে শুরু হবে শুটিং ।