মুম্বই : গোয়ার সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিয়ো শুট করে বিপাকে পড়েছিলেন পুনম পান্ডে । তাঁর বিরুদ্ধে FIR দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা মোর্চা । আর সেই FIR-এই ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী ও তাঁর স্বামী স্যাম বম্বেকে । সাম্প্রতিক খবর অনুযায়ী, জামিনে ছাড়া পেয়েছেন পুনম ও স্যাম ।
সূত্রের খবর, দু'জনে 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সই করে জামিন পেয়েছেন । অর্থাৎ তাঁদের মোট চল্লিশ হাজার টাকা দিতে হবে । তবে কোর্টের নির্দেশ ছাড়া গোয়া ছাড়ার অনুমতি পাননি তাঁরা এবং আগামী ছ'দিন পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে তাঁদের । জামিনের টাকা না দেওয়া অবধি পুলিশ স্টেশনেই থাকতে হবে নব দম্পতিকে ।
চাপোলি বাঁধের কাছে একটি জায়গাতে কয়েকদিন আগে ভিডিয়ো শুট করেছিলেন পুনম । গোয়া ফরওয়ার্ড পার্টির অভিযোগ, জন সমক্ষে পর্ন ভিডিয়ো শুট করেছিলেন তিনি । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়োটি ।
এমনকি, যেই জায়গাতেই ওই ভিডিয়ো শুট করা হয়েছে সেটি সরকারি জায়গা । অনুমতি ছাড়া সরকারি সম্পত্তিতে কীভাবে প্রবেশ করলেন তাঁরা ? এই অভিযোগও ওঠে । তারপরই পুনমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে ওই এলাকায় প্রতিবাদ দেখাতে শুরু করে স্থানীয় রাজনৈতিক দলগুলি ।