মুম্বই : অভিনয়ের চ্যালেঞ্জের পাশাপাশি এখন রান্নার চ্যালেঞ্জও নিচ্ছেন তারকারা । হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন রান্না করতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন পূজা হেগড়েও ।
- View this post on Instagram
Craving for a Nando’s burger right now 😭😍🍔...what are you craving for? #quarantinedreams
">
শুটিং বন্ধ হওয়ার পর সরকারি নির্দেশ মতো দু'সপ্তাহ আইসোলেশনে ছিলেন পূজা । সম্প্রতি তাঁর আইসোলেশনের মেয়াদ শেষ হয়েছে । তারপরই পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । এখন আপাতত বাড়িতেই রয়েছেন । যদিও বেশিরভাগ সময়টাই রান্না করে কাটাচ্ছেন তিনি । সম্প্রতি পরিবারের সদস্যদের জন্য গাজরের হালুয়া বানাতে দেখা গিয়েছে তাঁকে ।
ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন তিনি । একটি ছবিতে তাঁকে গাজরের হালুয়া বানাতে দেখা গিয়েছে । আর অন্যটিতে আনন্দের সঙ্গে সেটি খাচ্ছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "হালিয়া তৈরি করেছি আর তা খেয়েছি...মাস্টারশেফ পূজার তৈরি গাজরের হালুয়া"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে শেষবার অল্লু অর্জুনের সঙ্গে 'আলা বৈকুন্টপুরমলু' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন পূজা । 12 জানুয়ারি মুক্তি পায় ছবিটি । বস্ক অফিস থেকে ভালোই আয় করে এই ছবি । এই ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন অল্লু অর্জুনও । আর এই ছবির সাফল্যর পর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সিনেমার জন্য একাধিক প্রস্তাব পাচ্ছেন পূজা । তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কন্নড় ছবিতে ডেবিউ করবেন তিনি । 'অরুভা' ছবিতে সূর্যর বিপরীতে দেখা যাবে তাঁকে ।