ETV Bharat / sitara

লাগাতার খুন-ধর্ষণের হুমকি, দৃঢ় পদক্ষেপ পূজার - পূজা ভাটের খবর

ক্রমাগত ধর্ষণ আর খুনের হুমকি পাচ্ছিলেন ইনস্টাগ্রামে । বিরক্ত হয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে 'প্রাইভেট' করে দিলেন পূজা ভাট ।

Pooja Bhatt makes account private
Pooja Bhatt makes account private
author img

By

Published : Aug 21, 2020, 6:50 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের ক্ষোভ গিয়ে পড়েছে ভাট পরিবারের উপর । ক্ষোভের কেন্দ্রে মূলত মহেশ ভাট হলেও, আলিয়া ভাট, পূজা ভাট, শাহিন ভাটকেও ছাড়ছেন না তারা । ক্রমাগত খুন-ধর্ষণের হুমকি আসছে তাঁদের অ্যাকাউন্টে । নিজের কমেন্ট সেকশন বন্ধ করেছিলেন আলিয়া । এবার নিজের অ্যাকাউন্টকে প্রাইভেট কর দিলেন পূজা ।

পূজা জানিয়েছেন, "ইনস্টাগ্রামের মাধ্যমে খুন-ধর্ষণের হুমকি দেওয়া, কাউকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । অথোরিটির কাছে রিপোর্ট করলে তারা অভিযুক্ত ইউজ়ারকে ব্লক করে দেওয়ার উপদেশ দেয় ।"

সেটা একেবারেই মেনে নিতে পারছেন না পূজা ভাট । এই জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপের এই গাইডলাইন দেখে বিরক্ত অভিনেত্রী । তাই নিজের অ্যাকাউন্টকে তিনি প্রাইভেট করে দিলেন । নিজেই নিজেকে ক্রমাগত এই আক্রমণের হাত থেকে বাঁচালেন পূজা ।

মহেশ ভাটের পরিচালনায় 'সড়ক 2' ছবিতে অভিনয় করেছেন পূজা । সেই ছবির ট্রেলার ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলারে পরিণত হয়েছে । যদিও সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে 28 অগাস্ট মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের ক্ষোভ গিয়ে পড়েছে ভাট পরিবারের উপর । ক্ষোভের কেন্দ্রে মূলত মহেশ ভাট হলেও, আলিয়া ভাট, পূজা ভাট, শাহিন ভাটকেও ছাড়ছেন না তারা । ক্রমাগত খুন-ধর্ষণের হুমকি আসছে তাঁদের অ্যাকাউন্টে । নিজের কমেন্ট সেকশন বন্ধ করেছিলেন আলিয়া । এবার নিজের অ্যাকাউন্টকে প্রাইভেট কর দিলেন পূজা ।

পূজা জানিয়েছেন, "ইনস্টাগ্রামের মাধ্যমে খুন-ধর্ষণের হুমকি দেওয়া, কাউকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । অথোরিটির কাছে রিপোর্ট করলে তারা অভিযুক্ত ইউজ়ারকে ব্লক করে দেওয়ার উপদেশ দেয় ।"

সেটা একেবারেই মেনে নিতে পারছেন না পূজা ভাট । এই জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপের এই গাইডলাইন দেখে বিরক্ত অভিনেত্রী । তাই নিজের অ্যাকাউন্টকে তিনি প্রাইভেট করে দিলেন । নিজেই নিজেকে ক্রমাগত এই আক্রমণের হাত থেকে বাঁচালেন পূজা ।

মহেশ ভাটের পরিচালনায় 'সড়ক 2' ছবিতে অভিনয় করেছেন পূজা । সেই ছবির ট্রেলার ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলারে পরিণত হয়েছে । যদিও সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে 28 অগাস্ট মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.