গুরুগ্রাম : 'ট্রিপল এক্স-টু' নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক । এই সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে ইতিমধ্যেই মুম্বইয়ের খার থানায় অভিযোগ দায়ের করেছেন ইউটিউবার বিকাশ পাঠক । আর এবার তাঁর বিরুদ্ধে গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করলেন প্রাক্তন সেনা আধিকারিকরা । এদিকে একতার এই সিরিজ়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের সাধুদের একটি সংগঠনও ।
সেনা জওয়ানদের জীবনকে তুলে ধরা হয়েছে এই সিরিজ়ে । তাঁরা কাজে চলে যাওয়ার পর কীভাবে দিন কাটে তাঁদের বাড়ির সদস্যদের তাও দেখানো হচ্ছে সিরিজ়ে । আর সেখানেই উঠেছে বিতর্ক ।
সিরিজ়ের একটি গল্পের নাম 'পেয়ার অউর প্লাস্টিক'। সেখানে এক ভারতীয় জওয়ান সীমান্তে গিয়েছেন । আর সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন । অন্তরঙ্গ মুহূর্তের সময় ছিড়ে দেন জওয়ানের উর্দিও । সিরিজ়ের এই বিষয়বস্তু নিয়েই অভিযোগ জানিয়েছেন বিকাশ ।
ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগ তুলে একতার বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিকাশ পাঠক । যিনি হিন্দুস্তানি ভাউ নামেও পরিচিত । একতা ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তোলেন তিনি ।
এরপর পালম বিহার থানায় প্রাক্তন সেনা আধিকারিকরা অভিযোগ দায়ের করেন একতার বিরুদ্ধে । এ প্রসঙ্গে MWF (মাটাজ় ওয়েলফেয়ার ফাউন্ডেশন) এর চেয়ার ম্যান মেজর টিসি রাও বলেন, "জওয়ানরা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন । আর সেখানে এই সিরিজ়ে জওয়ানদের স্ত্রীদের অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার গল্প তুলে ধরেছেন পরিচালক ও প্রযোজক । এই বিষয়টা খুবই আপত্তিকর । আর সেনাবাহিনীকে এর মাধ্যমে অপমান করা হচ্ছে । একতা কাপুর যদি ওই দৃশ্য সিরিজ় থেকে সরিয়ে না ফেলেন তাহলে আরও তীব্র হবে আমাদের আন্দোলন ।"
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পালম বিহার থানার SHO রাজেন্দ্র কুমার ।