ETV Bharat / sitara

"ফের হাসবে ভারত", তারকাদের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর - নরেন্দ্র মোদি

কঠিন পরিস্থিতির মধ্যে সবাই যদি একে অপরকে সাহায্য করে তাহলে আবার দেশ হাসবে । এই বার্তা দিয়ে একটি ভিডিয়ো সং তৈরি করেছেন কয়েকজন বলিউড তারকা । এই উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

sdffff
dsf
author img

By

Published : Apr 7, 2020, 12:41 PM IST

দিল্লি : এই সংকটের সময় একে অপরকে সাহায্য করলে দেশ আবার হাসবে । এই বার্তা দিয়ে একটি ভিডিয়ো সং তৈরি করেছেন কয়েকজন বলিউড তারকা । 'মুসকুরায়েগা ইন্ডিয়ার'-র এই উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, "ফের হাসবে ভারত...ফের জিতবে ভারত...ভারত লড়াই করবে। ভারত জিতবেই । ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের একটা ভালো উদ্যোগ ।"

  • फिर मुस्कुराएगा इंडिया...

    फिर जीत जाएगा इंडिया...

    India will fight. India will win!

    Good initiative by our film fraternity. https://t.co/utUGm9ObhI

    — Narendra Modi (@narendramodi) April 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, তাপসী পান্নু, কিয়ারা আডবাণীরা এই ভিডিয়োটি লঞ্চ করেন ।

অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের উদ্যোগে ভিডিয়োটি তৈরি হয়েছে । সেখানে ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গেছে । দেখা গেছে, আয়ুষ্মান খুরানা, ভূমি পেদনেকর, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, রাজ কুমার রাও, অনন্যা পান্ডে, কৃতি শ্যানন, জ্যাকি ভাগনানি ও রকুল প্রীত সহ অনেককেই ।

গানটি গেয়েছেন বিশাল মিশ্র । লিখেছেন কৌশল কিশোর । এই ভিডিয়োটিতে বলিউড তারকারা ছাড়াও শিখর ধাওয়ান, রেডিয়ো জকি মালিশকাকেও দেখা গেছে ।

ভিডিয়োটির শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণের একটি অংশ দিয়ে । যেখানে তিনি বলছেন, এই সংকট থেকে দেশ ও দেশবাসী বেরিয়ে আসতে সক্ষম হবে । এরপরই তারকাদের তাঁদের ঘর, ব্যালকনি অথবা ছাদ থেকে গাইতে দেখা যায় । আর সেই গানের মাধ্যমে একটাই বার্তা দেওয়া হয়েছে, ফের হাসবে ভারত ।

দিল্লি : এই সংকটের সময় একে অপরকে সাহায্য করলে দেশ আবার হাসবে । এই বার্তা দিয়ে একটি ভিডিয়ো সং তৈরি করেছেন কয়েকজন বলিউড তারকা । 'মুসকুরায়েগা ইন্ডিয়ার'-র এই উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, "ফের হাসবে ভারত...ফের জিতবে ভারত...ভারত লড়াই করবে। ভারত জিতবেই । ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের একটা ভালো উদ্যোগ ।"

  • फिर मुस्कुराएगा इंडिया...

    फिर जीत जाएगा इंडिया...

    India will fight. India will win!

    Good initiative by our film fraternity. https://t.co/utUGm9ObhI

    — Narendra Modi (@narendramodi) April 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, তাপসী পান্নু, কিয়ারা আডবাণীরা এই ভিডিয়োটি লঞ্চ করেন ।

অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের উদ্যোগে ভিডিয়োটি তৈরি হয়েছে । সেখানে ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গেছে । দেখা গেছে, আয়ুষ্মান খুরানা, ভূমি পেদনেকর, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, রাজ কুমার রাও, অনন্যা পান্ডে, কৃতি শ্যানন, জ্যাকি ভাগনানি ও রকুল প্রীত সহ অনেককেই ।

গানটি গেয়েছেন বিশাল মিশ্র । লিখেছেন কৌশল কিশোর । এই ভিডিয়োটিতে বলিউড তারকারা ছাড়াও শিখর ধাওয়ান, রেডিয়ো জকি মালিশকাকেও দেখা গেছে ।

ভিডিয়োটির শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণের একটি অংশ দিয়ে । যেখানে তিনি বলছেন, এই সংকট থেকে দেশ ও দেশবাসী বেরিয়ে আসতে সক্ষম হবে । এরপরই তারকাদের তাঁদের ঘর, ব্যালকনি অথবা ছাদ থেকে গাইতে দেখা যায় । আর সেই গানের মাধ্যমে একটাই বার্তা দেওয়া হয়েছে, ফের হাসবে ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.