ETV Bharat / sitara

সিঙ্গল-ইউজ় প্লাস্টিক বন্ধের সমর্থন করায় 'কুলি নং ১'-র টিমকে প্রশংসা মোদির

দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অবদান দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রশংসা করলেন 'কুলি নং ১'-র টিমের ।

মোদি
author img

By

Published : Sep 12, 2019, 10:59 AM IST

মুম্বই : সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের নিষিদ্ধ করার পদক্ষেপকে সমর্থন করায় 'কুলি নং ১' টিমের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জানান, দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অবদান দেখে তিনি "খুশি" ।

প্রধানমন্ত্রী টুইট করেন, "কুলি নং ১-র টিমের দুর্দান্ত জেসচার! দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য অবদান দেখে আমি খুশি ।" এই ছবির টিমের সকলে একসঙ্গে নিজেদের স্টিলের সিপারগুলিকে দেখিয়ে পোজ় দিয়ে ছবি তোলে । 1 সেপ্টেম্বর ছবিটি টুইটারে শেয়ার করেন অভিনেতা বরুণ ধাওয়ান ।

ছবিটি শেয়ারের পাশাপাশি মোদির এই পদক্ষেপের প্রশংসা করেন অভিনেতা । তিনি ক্যাপশনে লেখেন, "এই সময় প্লাস্টিকমুক্ত দেশ হওয়ার প্রয়োজন । প্রধানমন্ত্রী দুর্দান্ত উদ্যোগ নিয়েছেন । ছোটো ছোটো পরিবর্তন করে আমরা সকলে এই কাজ করতে পারি ।" সঙ্গে তিনি আরও লেখেন, "কুলি নং ১-র সেটে শুধু স্টিলের বোতলই ব্যবহার করা হবে ।"

সিঙ্গল-ইউজ় প্লাস্টিক নিষিদ্ধ করার ঘোষণা মোদি রেডিয়োতে 'মন কি বাত' চলাকালীন করেছিলেন । 2 অক্টোবর গান্ধি জয়ন্তী থেকে এই পদক্ষেপ শুরু করার কথা বলেছিলেন । জনগণকেও এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান মোদি ।

এটা প্রথম নয়, যখন কোনও বলিউড অভিনেতা পরিবেশের সমস্যার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ।

জুন মাসে বলিউড সলমন খানও সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের উপর বার্তা দেন । অভিনেতা একটি ভিডিয়ো শেয়ার করেন । সেখানে দেখা যায়, প্লাস্টিকের বোতলে জল খেতে দিলে একটি বাঁদর তা খায় না । কিন্তু তাকে গ্লাসে জল দিলে সে জল খেয়ে নেয় ।

মুম্বই : সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের নিষিদ্ধ করার পদক্ষেপকে সমর্থন করায় 'কুলি নং ১' টিমের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জানান, দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অবদান দেখে তিনি "খুশি" ।

প্রধানমন্ত্রী টুইট করেন, "কুলি নং ১-র টিমের দুর্দান্ত জেসচার! দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য অবদান দেখে আমি খুশি ।" এই ছবির টিমের সকলে একসঙ্গে নিজেদের স্টিলের সিপারগুলিকে দেখিয়ে পোজ় দিয়ে ছবি তোলে । 1 সেপ্টেম্বর ছবিটি টুইটারে শেয়ার করেন অভিনেতা বরুণ ধাওয়ান ।

ছবিটি শেয়ারের পাশাপাশি মোদির এই পদক্ষেপের প্রশংসা করেন অভিনেতা । তিনি ক্যাপশনে লেখেন, "এই সময় প্লাস্টিকমুক্ত দেশ হওয়ার প্রয়োজন । প্রধানমন্ত্রী দুর্দান্ত উদ্যোগ নিয়েছেন । ছোটো ছোটো পরিবর্তন করে আমরা সকলে এই কাজ করতে পারি ।" সঙ্গে তিনি আরও লেখেন, "কুলি নং ১-র সেটে শুধু স্টিলের বোতলই ব্যবহার করা হবে ।"

সিঙ্গল-ইউজ় প্লাস্টিক নিষিদ্ধ করার ঘোষণা মোদি রেডিয়োতে 'মন কি বাত' চলাকালীন করেছিলেন । 2 অক্টোবর গান্ধি জয়ন্তী থেকে এই পদক্ষেপ শুরু করার কথা বলেছিলেন । জনগণকেও এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান মোদি ।

এটা প্রথম নয়, যখন কোনও বলিউড অভিনেতা পরিবেশের সমস্যার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ।

জুন মাসে বলিউড সলমন খানও সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের উপর বার্তা দেন । অভিনেতা একটি ভিডিয়ো শেয়ার করেন । সেখানে দেখা যায়, প্লাস্টিকের বোতলে জল খেতে দিলে একটি বাঁদর তা খায় না । কিন্তু তাকে গ্লাসে জল দিলে সে জল খেয়ে নেয় ।

Intro:Body:

Narendra Modi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.