ETV Bharat / sitara

"মাদক যোগ প্রমাণ করতে পারলে মুম্বই ছেড়ে দেব", পালটা চ্যালেঞ্জ কঙ্গনার - Kangana drug test

কঙ্গনার বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । টুইটারে এর পালটা জবাব দিয়েছেন অভিনেত্রীও ।

asd
sd
author img

By

Published : Sep 8, 2020, 10:39 PM IST

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে যোগাযোগ রয়েছে মাদক পাচারকারীদের । এই অভিযোগ তুলে সরব হন কঙ্গনা রানাওয়াত । আর এবার কঙ্গনার বিরুদ্ধেই মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । এ বিষয়ে মুম্বই পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি । তবে এবারও চুপ থাকেননি অভিনেত্রী । স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব দিয়েছেন তিনি ।

টুইটারে কঙ্গনা লেখেন, "মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে সহযোগিতা করতে আমি প্রস্তুত । আমি মাদকাসক্ত কি না দয়া করে তা পরীক্ষা করে দেখুন । আমার কল রেকর্ডও খতিয়ে দেখা হোক। মাদক পাচারকারীদের সঙ্গে কোনওরকম যোগসূত্র খুঁজে পেলে নিজের ভুল স্বীকার করে চিরকালের জন্য আমি মুম্বই ছেড়ে চলে যাব । আপনাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।"

  • I am more than happy to oblige Mumbai Police & Home Minister Anil Deshmukh. Please do my drug tests, investigate my call records if you find any links to drug peddlers ever I will accept my mistake and leave Mumbai forever, looking forward to meeting you: Kangana Ranaut https://t.co/yhv6aF3UEo pic.twitter.com/pM0WTOSFV5

    — ANI (@ANI) September 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ নিয়ে চর্চা তুঙ্গে । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর আজ নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) গ্রেপ্তার করে রিয়া চক্রবর্তীকে । এদিকে মাদক যোগে কঙ্গনার নাম জড়িয়ে পড়েছে প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের এক পুরোনো সাক্ষাৎকারের মাধ্যমে । সম্প্রতি নতুন করে সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আজ মহারাষ্ট্রের বিধানসভায় ভিডিয়োর মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে তদন্তের দাবি জানান দুই বিধায়ক সুনীল প্রভু এবং প্রতাপ সারনায়েক । তাঁদের আবেদনের ভিত্তিতেই অনিল দেশমুখ জানান, মুম্বই পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে ।

9 সেপ্টেম্বর মানালি থেকে মুম্বই ফিরবেন কঙ্গনা । সূত্রের খবর, তারপরই কঙ্গনাকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ ।

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে যোগাযোগ রয়েছে মাদক পাচারকারীদের । এই অভিযোগ তুলে সরব হন কঙ্গনা রানাওয়াত । আর এবার কঙ্গনার বিরুদ্ধেই মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । এ বিষয়ে মুম্বই পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি । তবে এবারও চুপ থাকেননি অভিনেত্রী । স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব দিয়েছেন তিনি ।

টুইটারে কঙ্গনা লেখেন, "মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে সহযোগিতা করতে আমি প্রস্তুত । আমি মাদকাসক্ত কি না দয়া করে তা পরীক্ষা করে দেখুন । আমার কল রেকর্ডও খতিয়ে দেখা হোক। মাদক পাচারকারীদের সঙ্গে কোনওরকম যোগসূত্র খুঁজে পেলে নিজের ভুল স্বীকার করে চিরকালের জন্য আমি মুম্বই ছেড়ে চলে যাব । আপনাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।"

  • I am more than happy to oblige Mumbai Police & Home Minister Anil Deshmukh. Please do my drug tests, investigate my call records if you find any links to drug peddlers ever I will accept my mistake and leave Mumbai forever, looking forward to meeting you: Kangana Ranaut https://t.co/yhv6aF3UEo pic.twitter.com/pM0WTOSFV5

    — ANI (@ANI) September 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ নিয়ে চর্চা তুঙ্গে । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর আজ নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) গ্রেপ্তার করে রিয়া চক্রবর্তীকে । এদিকে মাদক যোগে কঙ্গনার নাম জড়িয়ে পড়েছে প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের এক পুরোনো সাক্ষাৎকারের মাধ্যমে । সম্প্রতি নতুন করে সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আজ মহারাষ্ট্রের বিধানসভায় ভিডিয়োর মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে তদন্তের দাবি জানান দুই বিধায়ক সুনীল প্রভু এবং প্রতাপ সারনায়েক । তাঁদের আবেদনের ভিত্তিতেই অনিল দেশমুখ জানান, মুম্বই পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে ।

9 সেপ্টেম্বর মানালি থেকে মুম্বই ফিরবেন কঙ্গনা । সূত্রের খবর, তারপরই কঙ্গনাকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.