ETV Bharat / sitara

কলকাতা বইমেলায় কেন্দ্রের বিরুদ্ধে সরব স্বরা - BJP's divisive narrative

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই সরব হতে দেখা গেছে স্বরা ভাস্করকে । আর এবার কলকাতা বইমেলায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি ।

cv
xcv
author img

By

Published : Feb 7, 2020, 10:41 PM IST

Updated : Feb 7, 2020, 11:30 PM IST

কলকাতা : দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই সরব হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর । এবার 44তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন স্বরা । সেখানে তিনি বলেন, "আমাদের কেউ বলে দেবে যে কী খাব, কী পড়ব ও মন্দিরে যাওয়ার সময় কোন পোশাক পরব । বিষয়টা সেখান থেকেই শুরু হয়েছিল । দেশের নাগরিকরা এখন বুঝতে পেরেছেন বিপদের মুখে রয়েছে সংবিধান । আর সেই কারণেই বেশিরভাগ মানুষ এখন সরকারের বিভেদের গল্পকে প্রত্যাখ্যান করছে । শাহিনবাগ ও পার্ক সার্কাসের মতো জায়গায় প্রতিবাদ হচ্ছে । মহিলা ও পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে নিজেদের কথা বলতে চাইছে ।"

dfg
কলকাতা বইমেলায় স্বরা

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় উত্তপ্ত হয় দেশের বিভিন্ন প্রান্ত । সেই আঁচ পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে পড়ুয়ারা ইট ছোড়ে বলে অভিযোগ । পালটা পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে সরব হন বলিউডের একাধিক তারকা । এই ঘটনার নিন্দা করেন তাঁরা । সেই তালিকায় ছিলেন স্বরাও । বইমেলায় CAA নিয়েও মন্তব্য করেছেন তিনি । বলেন, "আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে আইন রক্ষকরা বন্দুকধারী যুবকদের দেখতে পায় না । বরং যাদের হাতে বন্দুক নেই, যারা লাইব্রেরিতে বসে রয়েছে তাদের হুমকি দেয় । এমনকী, দীপিকা পাডুকোনের মতো অভিনেত্রীর মুণ্ডচ্ছেদ করার হুমকিও দিয়েছিল । তবে যারা হুমকি দেয় তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না । সব থেকে বড় বিষয় বাচ্চারা যদি CAA বিরোধী নাটকে অভিনয় করে তাহলে তাদের অভিভাবক ও শিক্ষকদের উপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হতে পারে ।"

সম্প্রতি কর্নাটকে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে । কারণ বিদার জেলার একটি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি একটি নাটকে অভিনয় করছিল পড়ুয়ারা । অভিযোগ, ওই নাটকে প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে ।

কলকাতা : দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই সরব হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর । এবার 44তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন স্বরা । সেখানে তিনি বলেন, "আমাদের কেউ বলে দেবে যে কী খাব, কী পড়ব ও মন্দিরে যাওয়ার সময় কোন পোশাক পরব । বিষয়টা সেখান থেকেই শুরু হয়েছিল । দেশের নাগরিকরা এখন বুঝতে পেরেছেন বিপদের মুখে রয়েছে সংবিধান । আর সেই কারণেই বেশিরভাগ মানুষ এখন সরকারের বিভেদের গল্পকে প্রত্যাখ্যান করছে । শাহিনবাগ ও পার্ক সার্কাসের মতো জায়গায় প্রতিবাদ হচ্ছে । মহিলা ও পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে নিজেদের কথা বলতে চাইছে ।"

dfg
কলকাতা বইমেলায় স্বরা

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় উত্তপ্ত হয় দেশের বিভিন্ন প্রান্ত । সেই আঁচ পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে পড়ুয়ারা ইট ছোড়ে বলে অভিযোগ । পালটা পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে সরব হন বলিউডের একাধিক তারকা । এই ঘটনার নিন্দা করেন তাঁরা । সেই তালিকায় ছিলেন স্বরাও । বইমেলায় CAA নিয়েও মন্তব্য করেছেন তিনি । বলেন, "আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে আইন রক্ষকরা বন্দুকধারী যুবকদের দেখতে পায় না । বরং যাদের হাতে বন্দুক নেই, যারা লাইব্রেরিতে বসে রয়েছে তাদের হুমকি দেয় । এমনকী, দীপিকা পাডুকোনের মতো অভিনেত্রীর মুণ্ডচ্ছেদ করার হুমকিও দিয়েছিল । তবে যারা হুমকি দেয় তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না । সব থেকে বড় বিষয় বাচ্চারা যদি CAA বিরোধী নাটকে অভিনয় করে তাহলে তাদের অভিভাবক ও শিক্ষকদের উপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হতে পারে ।"

সম্প্রতি কর্নাটকে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে । কারণ বিদার জেলার একটি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি একটি নাটকে অভিনয় করছিল পড়ুয়ারা । অভিযোগ, ওই নাটকে প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে ।

Intro:কলকাতা শহরে বেশ কয়েকদিন হল বলিউড সেলিব্রিটিরা লাগাতারভাবে যাতায়াত করছেন। কখনও শুটিংয়ের কাজে, কখনও কোনও টকশোতে অংশগ্রহণ করতে, তো কখনও বা ফিলম ফেস্টিভাল উদ্বোধন করতে। তেমনই কলকাতায় এসে ঘুরে গেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্বর। তিনি এসেছিলেন চলতি ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় একটি টক শোতে অংশগ্রহণ করতে। সেই টক শো'এর বিষয়বস্তু ছিল "মিডিয়া, লিটারেচার অ্যান্ড সোসাইটি"।


Body:সাম্প্রতিককালের বেশকিছু ঘটনায় নিজের মত জাহির করেন স্বরা। বইমেলার আলোচনা সভাতেও স্বরা তেমনই বক্তব্য রাখেন। তৎকালীন রাজ্য সরকার তথা BJP সরকারের শাসনব্যবস্থা নিয়ে কথা বলেন স্বরা। বলেছেন, "এই দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে শিখেছে দেশের সংবিধান বিপদের মধ্যে রয়েছে। অনেকেই হয়তো সরকারের এই নিয়মনীতিকে প্রত্যাখ্যানও করছে। শাহীনবাগ মতো জায়গায় প্রতিবাদ হচ্ছে। মহিলা-পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে পড়ছে, নিজেদের কথা বলতে চাইছে।"

স্বরা আলোচনার মাঝে বলেন, "মানুষ প্রথমে বুঝতে পারে না কখন তাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়, কারণ প্রথমে তারা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এটা শুরু হয় এভাবে। প্রথমে বলা হয় মানুষ কী খাবে, তারপরে বলা হয় তারা কী পড়বে, কী পোশাক পরবে, কখন মন্দিরে যাবে... শুরু হয় ছোটো ছোটো জিনিস দিয়ে।"

এরই মাঝে প্রতিবাদকারীদের স্বপক্ষে স্বরা বলেন, "যারা প্রতিবাদ করলেন, তাদের সাধুবাদ জানাতে চাই। তাদের কারণেই দেশের অনেক মানুষের চোখ খুলেছে। এই প্রতিবাদ অনেক আগে হওয়া উচিত ছিল। যখন মানুষকে মারা হচ্ছিল নির্মমভাবে।" বলেন, "আমরা এমন এক দেশে বাস করছি, যেখানে যেসব গুন্ডারা, অপরাধীরা দীপিকা পাড়ুকোনের মুণ্ডচ্ছেদ করার হুমকি দিয়ে পার পেয়ে যায়, আর একদল ছোটো ছেলেমেয়ে যদি CAA বিরোধী নাটক করে তাঁদের গালে চড় মারা হয়।"






Conclusion:
Last Updated : Feb 7, 2020, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.