কলকাতা : দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই সরব হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর । এবার 44তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।
কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন স্বরা । সেখানে তিনি বলেন, "আমাদের কেউ বলে দেবে যে কী খাব, কী পড়ব ও মন্দিরে যাওয়ার সময় কোন পোশাক পরব । বিষয়টা সেখান থেকেই শুরু হয়েছিল । দেশের নাগরিকরা এখন বুঝতে পেরেছেন বিপদের মুখে রয়েছে সংবিধান । আর সেই কারণেই বেশিরভাগ মানুষ এখন সরকারের বিভেদের গল্পকে প্রত্যাখ্যান করছে । শাহিনবাগ ও পার্ক সার্কাসের মতো জায়গায় প্রতিবাদ হচ্ছে । মহিলা ও পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে নিজেদের কথা বলতে চাইছে ।"
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় উত্তপ্ত হয় দেশের বিভিন্ন প্রান্ত । সেই আঁচ পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে পড়ুয়ারা ইট ছোড়ে বলে অভিযোগ । পালটা পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে সরব হন বলিউডের একাধিক তারকা । এই ঘটনার নিন্দা করেন তাঁরা । সেই তালিকায় ছিলেন স্বরাও । বইমেলায় CAA নিয়েও মন্তব্য করেছেন তিনি । বলেন, "আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে আইন রক্ষকরা বন্দুকধারী যুবকদের দেখতে পায় না । বরং যাদের হাতে বন্দুক নেই, যারা লাইব্রেরিতে বসে রয়েছে তাদের হুমকি দেয় । এমনকী, দীপিকা পাডুকোনের মতো অভিনেত্রীর মুণ্ডচ্ছেদ করার হুমকিও দিয়েছিল । তবে যারা হুমকি দেয় তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না । সব থেকে বড় বিষয় বাচ্চারা যদি CAA বিরোধী নাটকে অভিনয় করে তাহলে তাদের অভিভাবক ও শিক্ষকদের উপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হতে পারে ।"
সম্প্রতি কর্নাটকে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে । কারণ বিদার জেলার একটি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি একটি নাটকে অভিনয় করছিল পড়ুয়ারা । অভিযোগ, ওই নাটকে প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে ।