ETV Bharat / sitara

ফের একবার Y ক্যাটেগরির নিরাপত্তা চাইলেন পায়েল - অনুরাগ কাশ্যপের খবর

কয়েকদিন আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে Y ক্যাটেগরি সুরক্ষার আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । তাতে বোধহয় কাজ হয়নি । তাই এবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছে একই আবেদন জানালেন তিনি ।

payal ghosh demands y level security
payal ghosh demands y level security
author img

By

Published : Oct 5, 2020, 6:50 PM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করেছেন পায়েল ঘোষ । তারপর থেকে তিনি Y ক্যাটেগরির সুরক্ষার আবেদন জানাচ্ছেন । আজও মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের এই আবেদন করে চিঠি পাঠালেন পায়েল ।

পায়েলের আইনজীবী নিতীন সতপুতে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে চিঠিটি শেয়ার করেছেন । সেখানে অভিযোগ জানানো হয়েছে যে, অভিযুক্ত অর্থাৎ অনুরাগ কাশ্যপকে এখনও গ্রেপ্তার করা হয়নি । তাই পায়েলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । এই মর্মে অভিনেত্রীর জন্য Y ক্যাটেগরি সুরক্ষার দাবি জানিয়েছেন তারা ।

payal ghosh demands y level security
সৌজন্যে IANS

এদিকে দিল্লিতে পৌঁছেছেন পায়েল । সেখানে তিনি NCW অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের প্রধানের সঙ্গে দেখা করবেন তিনি । যদিও এই বিষয়ে অভিনেত্রী বেশি কিছু বলতে চাননি ।

অনুরাগ কাশ্যপ কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । তাঁর সমর্থনে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব । রাধিকা আপ্তে, কালকি কেঁকলা, তাপসী পান্নু-র মতো তারকা রয়েছেন সেই তালিকায় ।

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করেছেন পায়েল ঘোষ । তারপর থেকে তিনি Y ক্যাটেগরির সুরক্ষার আবেদন জানাচ্ছেন । আজও মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের এই আবেদন করে চিঠি পাঠালেন পায়েল ।

পায়েলের আইনজীবী নিতীন সতপুতে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে চিঠিটি শেয়ার করেছেন । সেখানে অভিযোগ জানানো হয়েছে যে, অভিযুক্ত অর্থাৎ অনুরাগ কাশ্যপকে এখনও গ্রেপ্তার করা হয়নি । তাই পায়েলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । এই মর্মে অভিনেত্রীর জন্য Y ক্যাটেগরি সুরক্ষার দাবি জানিয়েছেন তারা ।

payal ghosh demands y level security
সৌজন্যে IANS

এদিকে দিল্লিতে পৌঁছেছেন পায়েল । সেখানে তিনি NCW অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের প্রধানের সঙ্গে দেখা করবেন তিনি । যদিও এই বিষয়ে অভিনেত্রী বেশি কিছু বলতে চাননি ।

অনুরাগ কাশ্যপ কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । তাঁর সমর্থনে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব । রাধিকা আপ্তে, কালকি কেঁকলা, তাপসী পান্নু-র মতো তারকা রয়েছেন সেই তালিকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.