ETV Bharat / sitara

অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পায়েলের, সমর্থনে কঙ্গনা - অনুরাগ কাশ্যপের খবর

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল ঘোষ । আর সেই সুযোগের সদব্যবহার করলেন কঙ্গনা রানাওয়াত । পায়েলের সমর্থনে দাঁড়ালেন তিনি ।

kangana ranaut supports payal ghosh
kangana ranaut supports payal ghosh
author img

By

Published : Sep 20, 2020, 11:59 AM IST

Updated : Sep 20, 2020, 12:30 PM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল ঘোষ । সোশাল মিডিয়ায় পায়েল শেয়ার করলেন অনুরাগের সঙ্গে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা । সঙ্গে সঙ্গে কঙ্গনাও মাঠে নেমে পড়লেন । অনুরাগকে গ্রেপ্তার করানোর ক্যাম্পেন শুরু করে দিলেন তিনিও ।

পায়েল অভিযোগ এনেছেন যে, অনুরাগ নাকি তাঁকে যৌন হেনস্থা করেছেন এবং সেটা খুবই খারাপভাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যও চেয়েছেন পায়েল, কারণ এই অভিযোগ তোলার পর তাঁর জীবন সংকটের মধ্যে পড়বে, আশঙ্কা অভিনেত্রীর ।

দেখে নিন পায়েলের পোস্ট...

অনুরাগের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই ভার্চুয়াল বচসা চলছিল কঙ্গনার । কেউ কাউকে ছাড়ছিলেন না । সূক্ষ্মভাবে একে অপরকে নিয়ে ঠাট্টা, তামাশা, কটাক্ষ সবই চলছিল । পায়েলের এই পোস্টের পর হাতে তুরুপের তাস পেলেন কঙ্গনা । তিনিও পালটা পোস্ট করলেন ।

পায়েলের পোস্টটি শেয়ার করে, কঙ্গনা লিখলেন, "প্রতিটা কণ্ঠই গুরুত্বপূর্ণ । #MeToo #ArrestAnuragKashyap" । দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল ঘোষ । সোশাল মিডিয়ায় পায়েল শেয়ার করলেন অনুরাগের সঙ্গে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা । সঙ্গে সঙ্গে কঙ্গনাও মাঠে নেমে পড়লেন । অনুরাগকে গ্রেপ্তার করানোর ক্যাম্পেন শুরু করে দিলেন তিনিও ।

পায়েল অভিযোগ এনেছেন যে, অনুরাগ নাকি তাঁকে যৌন হেনস্থা করেছেন এবং সেটা খুবই খারাপভাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যও চেয়েছেন পায়েল, কারণ এই অভিযোগ তোলার পর তাঁর জীবন সংকটের মধ্যে পড়বে, আশঙ্কা অভিনেত্রীর ।

দেখে নিন পায়েলের পোস্ট...

অনুরাগের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই ভার্চুয়াল বচসা চলছিল কঙ্গনার । কেউ কাউকে ছাড়ছিলেন না । সূক্ষ্মভাবে একে অপরকে নিয়ে ঠাট্টা, তামাশা, কটাক্ষ সবই চলছিল । পায়েলের এই পোস্টের পর হাতে তুরুপের তাস পেলেন কঙ্গনা । তিনিও পালটা পোস্ট করলেন ।

পায়েলের পোস্টটি শেয়ার করে, কঙ্গনা লিখলেন, "প্রতিটা কণ্ঠই গুরুত্বপূর্ণ । #MeToo #ArrestAnuragKashyap" । দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

Last Updated : Sep 20, 2020, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.