ETV Bharat / sitara

জাতীয় মহিলা কমিশনে পায়েল, অনুরাগকে গ্রেপ্তার করার আবেদন - পায়েল ঘোষের খবর

এবার জাতীয় মহিলা কমিশনের (NCW) দরজায় পায়েল ঘোষ । NCW-র চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করলেন তিনি । অনুরাগ কাশ্যপকে অবিলম্বে গ্রেপ্তার করার আবেদনও জানালেন ।

Payal Ghosh against Anurag kashyap
Payal Ghosh against Anurag kashyap
author img

By

Published : Oct 6, 2020, 6:14 PM IST

নিউ দিল্লি : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পায়েল । ধর্ষণ, শ্লীলতাহানির মতো সিরিয়াস কিছু চার্জ এনেছেন তিনি পরিচালকের বিরুদ্ধে । তারপরেও অভিযুক্ত কেন খোলা ঘুরে বেড়াচ্ছেন ? প্রশ্ন পায়েলের ।

NCW-র চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করে পায়েল তদন্তে গতি আনার আবেদন জানান । এত ঢিলেঢালা তদন্ত পছন্দ হচ্ছে না অভিনেত্রীর । তিনি বললেন, "রেখা ম্যাম সেই প্রথম দিন থেকে আমার পাশে রয়েছেন । উনি আমায় আশ্বস্ত করেছেন যে, আরও তৎপরতার সঙ্গে তদন্ত এগোবে ।"

বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন পায়েল । "মাফিয়া" ইমেজের অনুরাগ কাশ্যপ তাঁর ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা তাঁর । তাই Y ক্যাটেগরির নিরাপত্তারও দাবি জানিয়েছেন তিনি । মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছ থেকে এই সাহায্যটুকু চান পায়েল ।

ভিডিয়োতে পুরোটাই বললেন অভিনেত্রী । দেখে নিন...

NCW অফিসের সামনে পায়েল

নিউ দিল্লি : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পায়েল । ধর্ষণ, শ্লীলতাহানির মতো সিরিয়াস কিছু চার্জ এনেছেন তিনি পরিচালকের বিরুদ্ধে । তারপরেও অভিযুক্ত কেন খোলা ঘুরে বেড়াচ্ছেন ? প্রশ্ন পায়েলের ।

NCW-র চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করে পায়েল তদন্তে গতি আনার আবেদন জানান । এত ঢিলেঢালা তদন্ত পছন্দ হচ্ছে না অভিনেত্রীর । তিনি বললেন, "রেখা ম্যাম সেই প্রথম দিন থেকে আমার পাশে রয়েছেন । উনি আমায় আশ্বস্ত করেছেন যে, আরও তৎপরতার সঙ্গে তদন্ত এগোবে ।"

বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন পায়েল । "মাফিয়া" ইমেজের অনুরাগ কাশ্যপ তাঁর ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা তাঁর । তাই Y ক্যাটেগরির নিরাপত্তারও দাবি জানিয়েছেন তিনি । মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছ থেকে এই সাহায্যটুকু চান পায়েল ।

ভিডিয়োতে পুরোটাই বললেন অভিনেত্রী । দেখে নিন...

NCW অফিসের সামনে পায়েল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.