ETV Bharat / sitara

পাভেলের লেখা গল্পে তৈরি আয়ুষ্মান অভিনীত 'বালা' - Ayushman khurana

আয়ুষ্মান খুরানা অভিনীত 'বালা' ছবির গল্প লিখেছেন বাংলার পরিচালক পাভেল । তাঁর তৈরি ছবিগুলির মধ্যে রয়েছে 'বাবার নাম গান্ধিজি', 'রসগোল্লা' ।

বালা
author img

By

Published : Aug 27, 2019, 10:30 PM IST

কলকাতা : অমর কৌশিকের পরবর্তী ছবি 'বালা'-র গল্প লিখেছেন বাংলার পরিচালক পাভেল । এর আগে তিনি বহু বাংলা ছবিতে গল্প নির্মাণ করেছেন, চিত্রনাট্য লিখেছেন । এবার তাঁরই গল্পে তৈরি হয়েছে 'বালা' । ছবিতে মুখ্য় চরিত্রে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ।

হিন্দি ছবিতে তাঁর এটাই প্রথম কাজ । তাই ভীষণভাবে উচ্ছসিত পাভেল । ETV ভারত সিতারাকে তিনি বলেন, "2015 সালের ডিসেম্বর থেকে মুম্বইতে কাজের একটা-দু'টো অফার পাই । নিজের স্ট্রাগলও চলতে থাকে । এদিকে রসগোল্লার কাজ, ওদিকে মুম্বইয়ের কাজ । সেসবের সঙ্গেই পাঁচ-ছ'টা গল্প তৈরি করি । পাশাপাশি বিভিন্ন জায়গায় পিচ করার চেষ্টা করতে থাকি ।"

পাভেল আরও বলেন, "আয়ুষ্মানকে 2016-তেই এই গল্পটা বলেছিলাম । কিন্তু আমাদের মিটিংটা অনেক পরে হয় । গল্পটা একবার শুনেই তিনি রাজি হয়ে যান । সেখান থেকে আলাপ হয় ম্যাডক ফিল্মসের সঙ্গে । কাজটার জন্য ওরাও রাজি হয়ে যায় । এখন রেগুলার বেসিসে হিন্দি ছবির জন্য গল্প আর স্ক্রিপ্ট লিখছি । এবার থেকে বাংলা-হিন্দি দুই জায়গাতেই আমাকে দেখা যাবে ।"

আরও পড়ুন : প্রকাশ্যে 'বালা'-র টিজ়ার, বোল্ড নয় বাল্ড লুকে আয়ুষ্মান

টাক পড়ে যাচ্ছে, এমন একজন যুবকের গল্প তৈরি করেছেন পাভেল । এরকম ধরনের গল্প মাথায় এল কীভাবে ? বলেন, "আমার মাথায় একগুচ্ছ চুল আছে বটে । কিন্তু আমার অনেক বন্ধু-বান্ধবের চুল পড়ে গেছে মাথা থেকে । আমাদের এখানে ছেলেদের ও মেয়েদের বিভিন্নভাবে মার্ক করা হয় । মেয়েদের গায়ের রং এবং অন্য আরও অনেক কিছু দিয়ে । ছেলেদের ইনকাম ও চুল দিয়ে । সেটা আমার একটা সমস্যার জায়গা বলে মনে হয়েছিল । তাছাড়া জঘন্য জঘন্য বিজ্ঞাপন দেখায়, যেমন আমার চুল ছিল না বলে বিয়ে হচ্ছে না । আমার চুল ছিল না বলে আমার কনফিডেন্স ছিল না । যবে থেকে আমার চুল এল আমি হেব্বি হিরো হয়ে গেলাম । এই জঘন্য বিষয়গুলোতে আমি ভীষণ বিরক্ত ছিলাম গোড়া থেকেই । সেই থেকেই মাথায় আসে গল্পটা । সেখান থেকেই গল্পটা তৈরি হয়ে যায় । তবে এর প্রাইমারি আইডিয়া কিন্তু আমার স্ত্রী স্মৃতির । ওই আমাকে প্রথম বলে আইডিয়াটা । সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা গল্প দাঁড়িয়ে যায় । গল্পটা পুরোপুরি উত্তরপ্রদেশের ।"

গতকালই মুক্তি পেয়েছে 'বালা'-র টিজ়ার । টিজ়ারে 'বাল্ড' লুকে দেখা গেছে আয়ুষ্মানকে । ছবিতে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ভূমি পেদনেকর, ইয়ামি গৌতম, জাভেদ জাফরি, সৌরভ শুক্লা, সীমা পাহওয়া ও অভিষেক ব্যানার্জি । ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাডক ফিল্মসের দীনেশ ভিজন । 22 নভেম্বর মুক্তি পাবে 'বালা' ।

কলকাতা : অমর কৌশিকের পরবর্তী ছবি 'বালা'-র গল্প লিখেছেন বাংলার পরিচালক পাভেল । এর আগে তিনি বহু বাংলা ছবিতে গল্প নির্মাণ করেছেন, চিত্রনাট্য লিখেছেন । এবার তাঁরই গল্পে তৈরি হয়েছে 'বালা' । ছবিতে মুখ্য় চরিত্রে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ।

হিন্দি ছবিতে তাঁর এটাই প্রথম কাজ । তাই ভীষণভাবে উচ্ছসিত পাভেল । ETV ভারত সিতারাকে তিনি বলেন, "2015 সালের ডিসেম্বর থেকে মুম্বইতে কাজের একটা-দু'টো অফার পাই । নিজের স্ট্রাগলও চলতে থাকে । এদিকে রসগোল্লার কাজ, ওদিকে মুম্বইয়ের কাজ । সেসবের সঙ্গেই পাঁচ-ছ'টা গল্প তৈরি করি । পাশাপাশি বিভিন্ন জায়গায় পিচ করার চেষ্টা করতে থাকি ।"

পাভেল আরও বলেন, "আয়ুষ্মানকে 2016-তেই এই গল্পটা বলেছিলাম । কিন্তু আমাদের মিটিংটা অনেক পরে হয় । গল্পটা একবার শুনেই তিনি রাজি হয়ে যান । সেখান থেকে আলাপ হয় ম্যাডক ফিল্মসের সঙ্গে । কাজটার জন্য ওরাও রাজি হয়ে যায় । এখন রেগুলার বেসিসে হিন্দি ছবির জন্য গল্প আর স্ক্রিপ্ট লিখছি । এবার থেকে বাংলা-হিন্দি দুই জায়গাতেই আমাকে দেখা যাবে ।"

আরও পড়ুন : প্রকাশ্যে 'বালা'-র টিজ়ার, বোল্ড নয় বাল্ড লুকে আয়ুষ্মান

টাক পড়ে যাচ্ছে, এমন একজন যুবকের গল্প তৈরি করেছেন পাভেল । এরকম ধরনের গল্প মাথায় এল কীভাবে ? বলেন, "আমার মাথায় একগুচ্ছ চুল আছে বটে । কিন্তু আমার অনেক বন্ধু-বান্ধবের চুল পড়ে গেছে মাথা থেকে । আমাদের এখানে ছেলেদের ও মেয়েদের বিভিন্নভাবে মার্ক করা হয় । মেয়েদের গায়ের রং এবং অন্য আরও অনেক কিছু দিয়ে । ছেলেদের ইনকাম ও চুল দিয়ে । সেটা আমার একটা সমস্যার জায়গা বলে মনে হয়েছিল । তাছাড়া জঘন্য জঘন্য বিজ্ঞাপন দেখায়, যেমন আমার চুল ছিল না বলে বিয়ে হচ্ছে না । আমার চুল ছিল না বলে আমার কনফিডেন্স ছিল না । যবে থেকে আমার চুল এল আমি হেব্বি হিরো হয়ে গেলাম । এই জঘন্য বিষয়গুলোতে আমি ভীষণ বিরক্ত ছিলাম গোড়া থেকেই । সেই থেকেই মাথায় আসে গল্পটা । সেখান থেকেই গল্পটা তৈরি হয়ে যায় । তবে এর প্রাইমারি আইডিয়া কিন্তু আমার স্ত্রী স্মৃতির । ওই আমাকে প্রথম বলে আইডিয়াটা । সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা গল্প দাঁড়িয়ে যায় । গল্পটা পুরোপুরি উত্তরপ্রদেশের ।"

গতকালই মুক্তি পেয়েছে 'বালা'-র টিজ়ার । টিজ়ারে 'বাল্ড' লুকে দেখা গেছে আয়ুষ্মানকে । ছবিতে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ভূমি পেদনেকর, ইয়ামি গৌতম, জাভেদ জাফরি, সৌরভ শুক্লা, সীমা পাহওয়া ও অভিষেক ব্যানার্জি । ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাডক ফিল্মসের দীনেশ ভিজন । 22 নভেম্বর মুক্তি পাবে 'বালা' ।

Intro:হিন্দি ছবির জগতে পা রাখেছেন 'বাবার নাম গান্ধিজি', 'রসগোল্লা' এবং আসন্ন ছবি 'অসুর'এর পরিচালক পাভেল। এর আগে তিনি বহু বাংলা ছবিতে গল্প নির্মাণ করেছেন, চিত্রনাট্য লিখেছেন। এবার তাঁরই গল্পে তৈরি হয়েছে একটি হিন্দি ছবি।


Body:ছবির নাম 'বালা'। ছবিটি পরিচালনা করছেন অমর কৌশিক। ছবির প্রযোজক দীনেশ ভিজন। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। মুক্তি পেতে চলেছে এই বছরেই নভেম্বরের ২২ তারিখ।


Conclusion:ছবির মস্ত বড় চমক জাতীয় পুরস্কার প্রাপক অভিনেতা আয়ুষ্মান খুরানা এই ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন তুখোড় অভিনেত্রী ভূমি পেদনেকার, ইয়ামি গৌতামও। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাভেদ জাফরি, সৌরভ শুক্লা, সীমা পাহওয়া এবং অভিষেক ব্যানার্জি।

ছবিটি বালা নামের এক যুবকের গল্প বলে। বাজার চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। চরিত্রটির মাথায় অকালে টাক পড়ে যাচ্ছে। বালার সঙ্গে দুই নারীর চরিত্রের কথা বলাও হবে ছবিতে। যাদের একটিতে অভিনয় করছেন ইয়ামি গৌতম, অন্যটিতে ভূমি পেদনেকার।

হিন্দি ছবির জগতে পদার্পণ করে স্বাভাবিকভাবেই ভীষনই উচ্ছসিত পাভেল। ETV ভারত সিতারাকে বললেন, (পাভেলের ফোন অনেকক্ষণ ধরে বিজি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.