মুম্বই : অভিনয়ে ডেবিউ করতে চলেছেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য । তবে বড় পরদায় নয় । ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়েই অভিনয় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি । ছবির নাম 'বামফাদ'। ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক রঞ্জন চান্দেল । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শালিনী পান্ডেকে । এই ছবির মাধ্যমে ডিজিটালে ডেবিউ করবেন তিনি ।
ছবিতে আদিত্যর চরিত্রর নাম নাসির জামাল । ছবি সম্পর্কে আদিত্য বলেন, "এই ধরনের সিনেমায় সুযোগ পেয়ে আমি খুব খুশি । এটি আদতে একটি লাভস্টোরি হলেও, ছবিতে অনেক লেয়ার রয়েছে । ইন্ডাস্ট্রিতে নিজের জোরে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই । আর সেখানে এই ধরনের সিনেমা দিয়ে শুরু করাটা খুবই ভালো । ছবির স্ক্রিপ্ট পড়েই আমার খুব ভালো লাগে । মনে হয় এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ বেশি সিনেমা দেখেন । তাই তাঁদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম ।" ছবির পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক অনুরাগ কাশ্যপ ।
-
Jahaan dil lagaane hi nahin dete, wahan aashiqi hoti hai bamfaad!
— Anurag Kashyap (@anuragkashyap72) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Introducing @adityarawal1 as Nasir Jamal and #ShaliniPandey as Neelam. Directed by @ranjanchandel. Premieres 10th April only on @zee5premium #ZEE5Original@MrVijayVarma @jatinsarna @AjayGRai @pradeep1staug pic.twitter.com/AcSB1BKTYa
">Jahaan dil lagaane hi nahin dete, wahan aashiqi hoti hai bamfaad!
— Anurag Kashyap (@anuragkashyap72) April 3, 2020
Introducing @adityarawal1 as Nasir Jamal and #ShaliniPandey as Neelam. Directed by @ranjanchandel. Premieres 10th April only on @zee5premium #ZEE5Original@MrVijayVarma @jatinsarna @AjayGRai @pradeep1staug pic.twitter.com/AcSB1BKTYaJahaan dil lagaane hi nahin dete, wahan aashiqi hoti hai bamfaad!
— Anurag Kashyap (@anuragkashyap72) April 3, 2020
Introducing @adityarawal1 as Nasir Jamal and #ShaliniPandey as Neelam. Directed by @ranjanchandel. Premieres 10th April only on @zee5premium #ZEE5Original@MrVijayVarma @jatinsarna @AjayGRai @pradeep1staug pic.twitter.com/AcSB1BKTYa
শালিনীর চরিত্রর নাম নীলম । ছবিতে তিনি একজন 24 বছর বয়সি যুবতির চরিত্রে অভিনয় করবেন । চরিত্র সম্পর্কে তিনি বলেন, "একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় এমন চরিত্র খুঁজি যা খুবই চ্যালেঞ্জিং । আর এই চরিত্র ঠিক সেইরকমই ।"
এই ছবির জন্য শালিনী ও আদিত্য পারফেক্ট বলে জানিয়েছেন পরিচালক । তিনি বলেন, "ছবির কাস্ট ঠিক করার সময় আমি ও কাস্টিং ডিরেক্টর তরণ বাজাজ অনেক ধরনের এক্সপিরিমেন্ট করেছিলাম । কিন্তু, তারপর মনে হল এই ছবির জন্য শালিনী ও আদিত্যই সঠিক ।"
প্যাশন থেকে শুরু করে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা সব কিছুই রয়েছে ছবিতে । এলাহাবাদের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শুটিং । সব ঠিক থাকলে 10 এপ্রিল ডিজিটালে মুক্তি পাবে ছবিটি ।