ETV Bharat / sitara

'মির্জ়াপুর'-এর নতুন পোস্টার, ঝলক দেখালেন কালিন ভাইয়া - mirzapur 2 new poster

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে 'মির্জ়াপুর'-এর সিজ়ন 2 । ধীরে ধীরে ফ্যানেদের উত্তেজনার পারদ চড়ছে । আর এরই মধ্যে আগুনে ঘি পড়ার মতো সিরিজ়ের একটি পোস্টার সামনে এল । 'মির্জ়াপুর'-এর কালিন ভাইয়া অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীই সেই ঝলক দিলেন ।

mirzapur 2 new poster
mirzapur 2 new poster
author img

By

Published : Sep 27, 2020, 2:48 PM IST

মুম্বই : 'মির্জ়াপুর' একটা অন্য লেভেলের ফ্যানবেস তৈরি করে ফেলেছে । তারা দীর্ঘ দু'বছর ধরে অপেক্ষা করছে সিজ়ন 2-এর জন্য । উত্তেজনা আর ধরছে না তাদের । আর এরই মধ্যে সিরিজ়ের ছোটো ছোটো ঝলক সামনে আসছে সোশাল মিডিয়ার মাধ্যমে ।

সিরিজ়ের অন্যতম প্রধান চরিত্র পঙ্কজ ত্রিপাঠী । তিনি হলেন মির্জ়াপুরের মাথা, কালিন ভাইয়া । তিনিই আন-অফিশিয়ালি চালান মির্জ়াপুরকে । বেআইনি অস্ত্র, ড্রাগ কি নেই তার ব্যবসার তালিকায় ! আর প্রতিবারের মতো এই চরিত্রেও তাক লাগিয়েছেন পঙ্কজ ।

সোশাল মিডিয়ার মাধ্যমে 'মির্জ়াপুর' সিজ়ন 2-এর একটি নতুন পোস্টার শেয়ার করেছেন ত্রিপাঠী । যারা সিরিজ়টি দেখেছে তারা চেনেন এই বিখ্যাত গাড়িকে, যার নম্বর প্লেটে নম্বরের জায়গায় লেখা থাকে 'কিং অফ মির্জ়াপুর' । কালিন ভাইয়ার সেই গাড়ির একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ।

ক্যাপশনে লিখেছেন, "এখানে সবার উদ্দেশ্য এক । মির্জ়াপুর 2" । দেখে নিন পঙ্কজের পোস্ট...

mirzapur 2 new poster
পঙ্কজের পোস্ট..

মুম্বই : 'মির্জ়াপুর' একটা অন্য লেভেলের ফ্যানবেস তৈরি করে ফেলেছে । তারা দীর্ঘ দু'বছর ধরে অপেক্ষা করছে সিজ়ন 2-এর জন্য । উত্তেজনা আর ধরছে না তাদের । আর এরই মধ্যে সিরিজ়ের ছোটো ছোটো ঝলক সামনে আসছে সোশাল মিডিয়ার মাধ্যমে ।

সিরিজ়ের অন্যতম প্রধান চরিত্র পঙ্কজ ত্রিপাঠী । তিনি হলেন মির্জ়াপুরের মাথা, কালিন ভাইয়া । তিনিই আন-অফিশিয়ালি চালান মির্জ়াপুরকে । বেআইনি অস্ত্র, ড্রাগ কি নেই তার ব্যবসার তালিকায় ! আর প্রতিবারের মতো এই চরিত্রেও তাক লাগিয়েছেন পঙ্কজ ।

সোশাল মিডিয়ার মাধ্যমে 'মির্জ়াপুর' সিজ়ন 2-এর একটি নতুন পোস্টার শেয়ার করেছেন ত্রিপাঠী । যারা সিরিজ়টি দেখেছে তারা চেনেন এই বিখ্যাত গাড়িকে, যার নম্বর প্লেটে নম্বরের জায়গায় লেখা থাকে 'কিং অফ মির্জ়াপুর' । কালিন ভাইয়ার সেই গাড়ির একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ।

ক্যাপশনে লিখেছেন, "এখানে সবার উদ্দেশ্য এক । মির্জ়াপুর 2" । দেখে নিন পঙ্কজের পোস্ট...

mirzapur 2 new poster
পঙ্কজের পোস্ট..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.