ETV Bharat / sitara

পারিশ্রমিক যতই হোক, এই দৃশ্যে অভিনয় করবেন না পঙ্কজ.. - Pankaj Tripathi child abuse scene

তিনি ভার্সেটাইল অভিনেতা। যে চরিত্রে ঢালবেন সেই চরিত্রেই মানিয়ে যাবেন তিনি। তিনি পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু, এক বিশেষ ধরনের চরিত্রে কোনওদিন অভিনয় করবেন না বলে জানালেন অভিনেতা। কী সেটা?

Pankaj Tripathi child abuse scene
Pankaj Tripathi child abuse scene
author img

By

Published : Dec 5, 2019, 10:12 PM IST

মুম্বই : চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের এমন অনেক কাজ করতে হয় যা তাঁর ব্য়ক্তিগত চরিত্রের পুরো বিপরীত। কিন্তু, কোনও কোনও ক্ষেত্রে মন সায় দেয় না সেই কাজটা করতে। পঙ্কজ ত্রিপাঠীও ঠিক করে নিয়েছেন পারিশ্রমিক যা-ই হোক না কেন তিনি শিশুদের যৌন হেনস্থার দৃশ্যে কোনওদিন অভিনয় করবেন না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পঙ্কজ বলেন, "আমি কোনও দিন ফালতু পুরুষত্ব বিক্রি করব না। 'মেয়েদের মতো কাঁদছ কেন' বা 'মর্দ কো দর্দ নহি হোতা'-র মতো সংলাপ দিতে পারব না।"

Pankaj Tripathi child abuse scene
বরেলি কি বরফি ছবিতে...

তিনি আরও বলেন, "যদি কোনও খারাপ মানুষের চরিত্রেও অভিনয় করি, তাহলেও শিশুদের যৌন হেনস্থার মতো দৃশ্য করব না, পারিশ্রমিক যতই হোক।" নিজের অভিনয়ের মাধ্যমে সমাজে প্রয়োজনীয় বার্তা দিতে চান পঙ্কজ। তবে গুরুগম্ভীর তত্ত্বের মাধ্যমে নয়, বিনোদনের মোড়কে।

ছোটোবেলা থেকে অনেকেই তাদের ছেলেদের বলেন, 'ছেলেরা এভাবে কাঁদে নাকি?' পঙ্কজের ঘোর আপত্তি এই বিষয়ে। তিনি বললেন, "ছোটোবেলা থেকেই শেখানো হয় যে কান্না মেয়েদের ব্যাপার, কিন্তু সেটা ভুল। আমরাও মানুষ আর আমাদেরও ভীষণভাবে কান্না পায়।"

Pankaj Tripathi child abuse scene
মিরজ়াপুর ওয়েব সিরি়জ়ে পঙ্কজ

ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে পঙ্কজ কি বদলাতে পারবেন এই সমাজের মানসিকতাকে ? উত্তর দেবে সময়।

মুম্বই : চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের এমন অনেক কাজ করতে হয় যা তাঁর ব্য়ক্তিগত চরিত্রের পুরো বিপরীত। কিন্তু, কোনও কোনও ক্ষেত্রে মন সায় দেয় না সেই কাজটা করতে। পঙ্কজ ত্রিপাঠীও ঠিক করে নিয়েছেন পারিশ্রমিক যা-ই হোক না কেন তিনি শিশুদের যৌন হেনস্থার দৃশ্যে কোনওদিন অভিনয় করবেন না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পঙ্কজ বলেন, "আমি কোনও দিন ফালতু পুরুষত্ব বিক্রি করব না। 'মেয়েদের মতো কাঁদছ কেন' বা 'মর্দ কো দর্দ নহি হোতা'-র মতো সংলাপ দিতে পারব না।"

Pankaj Tripathi child abuse scene
বরেলি কি বরফি ছবিতে...

তিনি আরও বলেন, "যদি কোনও খারাপ মানুষের চরিত্রেও অভিনয় করি, তাহলেও শিশুদের যৌন হেনস্থার মতো দৃশ্য করব না, পারিশ্রমিক যতই হোক।" নিজের অভিনয়ের মাধ্যমে সমাজে প্রয়োজনীয় বার্তা দিতে চান পঙ্কজ। তবে গুরুগম্ভীর তত্ত্বের মাধ্যমে নয়, বিনোদনের মোড়কে।

ছোটোবেলা থেকে অনেকেই তাদের ছেলেদের বলেন, 'ছেলেরা এভাবে কাঁদে নাকি?' পঙ্কজের ঘোর আপত্তি এই বিষয়ে। তিনি বললেন, "ছোটোবেলা থেকেই শেখানো হয় যে কান্না মেয়েদের ব্যাপার, কিন্তু সেটা ভুল। আমরাও মানুষ আর আমাদেরও ভীষণভাবে কান্না পায়।"

Pankaj Tripathi child abuse scene
মিরজ়াপুর ওয়েব সিরি়জ়ে পঙ্কজ

ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে পঙ্কজ কি বদলাতে পারবেন এই সমাজের মানসিকতাকে ? উত্তর দেবে সময়।

Intro:Body:

পারিশ্রমিক যতই হোক, এই দৃশ্যে অভিনয় করবেন না পঙ্কজ..



তিনি ভার্সেটাইল অভিনেতা। যে চরিত্রে ঢালবেন সেই চরিত্রেই মানিয়ে যাবেন তিনি। তিনি পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু, এক বিশেষ ধরনের চরিত্রে কোনওদিন অভিনয় করবেন না বলে জানালেন অভিনেতা। কী সেটা?



মুম্বই : চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের এমন অনেক কাজ করতে হয় যা তাঁর ব্য়ক্তিগত চরিত্রের পুরো বিপরীত। কিন্তু, কোনও কোনও ক্ষেত্রে মন সায় দেয় না সেই কাজটা করতে। পঙ্কজ ত্রিপাঠীও ঠিক করে নিয়েছেন পারিশ্রমিক যা-ই হোক না কেন তিনি শিশুদের যৌন হেনস্থার দৃশ্য়ে কোনওদিন অভিনয় করবেন না।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পঙ্কজ বলেন, "আমি কোনও দিন ফালতু পুরুষত্ব বিক্রি করব না। 'মেয়েদের মতো কাঁদছ কেন' বা 'মর্দ কো দর্দ নহি হোতা'-র মতো সংলাপ দিতে পারব না।"



তিনি আরও বলেন, "যদি কোনও খারাপ মানুষের চরিত্রেও অভিনয় করি, তাহলেও শিশুদের যৌন হেনস্থার মতো দৃশ্য করব না, সে পারিশ্রমিক যতই হোক।" নিজের অভিনয়ের মাধ্যমে সমাজে প্রয়োজনীয় বার্তা দিতে চান পঙ্কজ। তবে গুরুগম্ভীর তত্ত্বের মাধ্যমে নয়, বিনোদনের মোড়কে।



ছোটোবেলা থেকে অনেকেই তাদের ছেলেদের বলেন, 'ছেলের এভাবে কাঁদে নাকি?' পঙ্কজের ঘোর আপত্তি এই বিষয়ে। তিনি বললেন, "ছোটোবেলা থেকেই শেখানো হয় যে কান্না মেয়েদের ব্যাপার, কিন্তু সেটা ভুল। আমরাও মানুষ আর আমাদেরও ভীষণভাবে কান্না পায়।"



ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে পঙ্কজ কি বদলাতে পারবেন এই সমাজের মানসিকতাকে ? উত্তর দেবে সময়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.