ETV Bharat / sitara

রান্নাঘরে ঢুকে জলপান, পঙ্কজের অন্য়রকম সেলিব্রেশন - pankaj tripathi fan follower

কেক-পেস্ট্রি নয়, বেলুন বা ফুলের তোড়াও নয়...পঙ্কজ ত্রিপাঠী মানুষটি যেমন আলাদা তাঁর সেলিব্রেশনের ধরনও ততটাই আলাদা । ইনস্টাগ্রামে 3 মিলিয়ন ছোঁয়ার আনন্দে রান্নাঘরে গিয়ে জলপানের উপদেশ দিলেন পঙ্কজ ।

pankaj tripathi fan follower
pankaj tripathi fan follower
author img

By

Published : Jan 15, 2021, 5:46 PM IST

মুম্বই : ইনস্টাগ্রামে একেবারেই অ্যাক্টিভ নন পঙ্কজ ত্রিপাঠী । মাঝেমধ্য়ে দু'একটা প্রোমোশনাল পোস্ট ছাড়া আর কিছুই নেই তেমন । তবুও তাঁর ফলোয়ার সংখ্যা 3 মিলিয়ন । এমন প্রতিভাবান অভিনেতাকে ফলোয়ার বাড়ানোর জন্য আর কী করতে হবে ! অভিনয়টাই যথেষ্ট ।

তিন মিলিয়ন ছোঁয়ার আনন্দে ভার্চুয়াল পার্টি দিলেন পঙ্কজ । পার্টির কী আয়োজন ? কিছুই না । নিজের নিজের রান্নাঘরে গিয়ে একটু জলপান করার উপদেশ দিলেন অভিনেতা । মনকে ঠান্ডা করে পাঁচবার লম্বা নিশ্বাস নিতে বললেন তিনি ।

হ্যাঁ, সাদামাটা পঙ্কজের সেলিব্রেশনের ধরন এমনই । তাঁকে এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা । শান্ত স্বরে হাত জোড় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি ।

পঙ্কজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'কাগজ' । তার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ় 'ক্রিমিনাল জাস্টিস : বিহাইন্ড দ্য ক্লোজ়ড ডোর্স' । একের পর এক নতুন চরিত্রে চমক দিয়েই যাচ্ছেন পঙ্কজ । ফলোয়ার বাড়বে না তো কী হবে ?

মুম্বই : ইনস্টাগ্রামে একেবারেই অ্যাক্টিভ নন পঙ্কজ ত্রিপাঠী । মাঝেমধ্য়ে দু'একটা প্রোমোশনাল পোস্ট ছাড়া আর কিছুই নেই তেমন । তবুও তাঁর ফলোয়ার সংখ্যা 3 মিলিয়ন । এমন প্রতিভাবান অভিনেতাকে ফলোয়ার বাড়ানোর জন্য আর কী করতে হবে ! অভিনয়টাই যথেষ্ট ।

তিন মিলিয়ন ছোঁয়ার আনন্দে ভার্চুয়াল পার্টি দিলেন পঙ্কজ । পার্টির কী আয়োজন ? কিছুই না । নিজের নিজের রান্নাঘরে গিয়ে একটু জলপান করার উপদেশ দিলেন অভিনেতা । মনকে ঠান্ডা করে পাঁচবার লম্বা নিশ্বাস নিতে বললেন তিনি ।

হ্যাঁ, সাদামাটা পঙ্কজের সেলিব্রেশনের ধরন এমনই । তাঁকে এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা । শান্ত স্বরে হাত জোড় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি ।

পঙ্কজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'কাগজ' । তার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ় 'ক্রিমিনাল জাস্টিস : বিহাইন্ড দ্য ক্লোজ়ড ডোর্স' । একের পর এক নতুন চরিত্রে চমক দিয়েই যাচ্ছেন পঙ্কজ । ফলোয়ার বাড়বে না তো কী হবে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.