ETV Bharat / sitara

জীবনের দৌড়ে অপ্রতিরোধ্য 109 বছরের ফৌজা সিং, আসছে বায়োপিক - Omung Kumar B film on fauja singh

'মেরি কম', 'সর্বজিৎ' ও 'পিএম নরেন্দ্র মোদি'-র পর এবার 109 বছর বয়সি ফৌজা সিংয়ের বায়োপিক তৈরি করতে চলেছেন ওমাঙ্গ । টুইট করে এই ছবির কথা ঘোষণা করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Jan 21, 2021, 9:22 PM IST

মুম্বই : 'শিখ সুপারম্যান' নামেই পরিচিত তিনি । দৌড়ই তাঁর জীবন । এই দৌড়ের মাধ্যমেই 109 বছর বয়সেও নিজেকে সতেজ রাখেন তিনি । বয়স তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা । এটা কোনও বাধা হতেই পারে না । আর সেই কারণে এখনও ছুটে চলেছেন তিনি । এবার বড় পরদায় তুলে ধরা হবে প্রবীণ এই ম্যারাথন রানারের জীবন কাহিনি ।

2000 সালে প্রথমবার লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন ফৌজা । 89 বছর বয়সে ওই ম্যারাথনে কুড়ি কিলোমিটার দৌড়েছিলেন । এরপর গ্লাসগো, টরন্টো, হংকং, নিউইয়র্কসহ একাধিক ম্যারাথনে দৌড়াতে দেখা গিয়েছে তাঁকে । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি তিনি । শুধুই দৌড়ে গিয়েছেন । এখনও জাড়ি রয়েছে তাঁর দৌড় । আর এবার তাঁর জীবনের এই অদম্য ইচ্ছেকে জয় করার কাহিনি সিলভার স্ক্রিনে তুলে ধরতে চলেছেন পরিচালক ওমাঙ্গ কুমার বি ।

'মেরি কম', 'সর্বজিৎ' ও 'পিএম নরেন্দ্র মোদি'-র পর এবার 109 বছর বয়সি ফৌজা সিংয়ের বায়োপিক তৈরি করতে চলেছেন ওমাঙ্গ । টুইট করে এই ছবির কথা ঘোষণা করেন তিনি । লেখেন, "আমার পরবর্তী ছবি...ফৌজা দা শিখ সুপারম্যান"। 'টার্বান টর্নেডো' নামে কুশওয়ান্ত সিংয়ের লেখা বই অবলম্বনে এই ছবিটি তৈরি করা হবে । ছবির স্ক্রিপ্ট লিখছেন বিপুল মেহতা ।

এই ছবি প্রসঙ্গে প্রযোজক কুণাল শিবদাসানী বলেন, "দৌড়ের প্রতি নিজের ভালোবাসাকে আবিষ্কার করেছিলেন তিনি । যদিও অনেকটা বয়সে সেই ইচ্ছে পূরণের আশা জেগেছিল তাঁর মনে । তবু থেমে থাকেননি । ফৌজা সিংয়ের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর ইচ্ছেপূরণের কাহিনি তুলে ধরা হবে এই ছবিতে ।"

মুম্বই : 'শিখ সুপারম্যান' নামেই পরিচিত তিনি । দৌড়ই তাঁর জীবন । এই দৌড়ের মাধ্যমেই 109 বছর বয়সেও নিজেকে সতেজ রাখেন তিনি । বয়স তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা । এটা কোনও বাধা হতেই পারে না । আর সেই কারণে এখনও ছুটে চলেছেন তিনি । এবার বড় পরদায় তুলে ধরা হবে প্রবীণ এই ম্যারাথন রানারের জীবন কাহিনি ।

2000 সালে প্রথমবার লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন ফৌজা । 89 বছর বয়সে ওই ম্যারাথনে কুড়ি কিলোমিটার দৌড়েছিলেন । এরপর গ্লাসগো, টরন্টো, হংকং, নিউইয়র্কসহ একাধিক ম্যারাথনে দৌড়াতে দেখা গিয়েছে তাঁকে । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি তিনি । শুধুই দৌড়ে গিয়েছেন । এখনও জাড়ি রয়েছে তাঁর দৌড় । আর এবার তাঁর জীবনের এই অদম্য ইচ্ছেকে জয় করার কাহিনি সিলভার স্ক্রিনে তুলে ধরতে চলেছেন পরিচালক ওমাঙ্গ কুমার বি ।

'মেরি কম', 'সর্বজিৎ' ও 'পিএম নরেন্দ্র মোদি'-র পর এবার 109 বছর বয়সি ফৌজা সিংয়ের বায়োপিক তৈরি করতে চলেছেন ওমাঙ্গ । টুইট করে এই ছবির কথা ঘোষণা করেন তিনি । লেখেন, "আমার পরবর্তী ছবি...ফৌজা দা শিখ সুপারম্যান"। 'টার্বান টর্নেডো' নামে কুশওয়ান্ত সিংয়ের লেখা বই অবলম্বনে এই ছবিটি তৈরি করা হবে । ছবির স্ক্রিপ্ট লিখছেন বিপুল মেহতা ।

এই ছবি প্রসঙ্গে প্রযোজক কুণাল শিবদাসানী বলেন, "দৌড়ের প্রতি নিজের ভালোবাসাকে আবিষ্কার করেছিলেন তিনি । যদিও অনেকটা বয়সে সেই ইচ্ছে পূরণের আশা জেগেছিল তাঁর মনে । তবু থেমে থাকেননি । ফৌজা সিংয়ের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর ইচ্ছেপূরণের কাহিনি তুলে ধরা হবে এই ছবিতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.