ETV Bharat / sitara

জিয়া খানের সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল - Jiah Khan viral video

সামনে এসেছে একটি নতুন ভিডিয়ো । সেখানে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের সঙ্গে দেখা গিয়েছে মহেশ ভাটকে । এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল ওই ভিডিয়ো ।

asd
asd
author img

By

Published : Aug 25, 2020, 10:24 AM IST

Updated : Aug 25, 2020, 12:25 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে দু'মাস । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি । এদিকে অভিনেতার মৃত্যুর জন্য দায়ি করা হয় পরিচালক মহেশ ভাটকে । যার কারণে সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন তিনি । এই পরিস্থিতিতেই সামনে এসেছে একটি নতুন ভিডিয়ো । সেখানে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে । এখন রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো ।

2007 সালে রাম গোপাল ভার্মার 'নিঃশব্দ' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন জিয়া । সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । সূত্রের খবর, জিয়ার নাকি 2004 সালে 'তুমসা নেহি দেখা' ছবির মাধ্যমে ডেবিউ করার কথা ছিল । সেখানে অভিনয় করেছিলেন ইমরান হাসমি । আর ছবিটি প্রযোজনা করেন মহেশের দাদা মুকেশ ভাট ।

এদিকে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, বলা হচ্ছে সেটি 2004-এর । তখন জিয়ার বয়স ছিল 16 বছর । ভিডিয়োতে মহেশের হাতে হাত রেখে, তাঁর গায়ে হেলান দিয়ে বসে রয়েছেন জিয়া । বেশ হাসখুশি মুখেই দেখা গিয়েছে তাঁকে । শুধু তাই নয়, মহেশ ভাটকে 'মহেশ' বলেও সম্বোধন করতে দেখা যায় জিয়াকে ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যু রহস্য । এদিকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ি করা হয় মহেশকে । কারণ মহেশকে নিজের 'মেন্টর' বলেই মনে করতেন রিয়া চক্রবর্তী । আর পরিচালকের কথা মতোই তিনি সুশান্তকে ছেড়ে চলে গিয়েছিলেন বলে দাবি প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের । এদিকে সম্প্রতি সামনে এসেছে রিয়া ও মহেশের হোয়াটসঅ্যাপ চ্যাট । পরিচালকের সঙ্গে কথা বলেই যে রিয়া সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে ওই চ্যাট থেকে । তারপরই সোশাল মিডিয়ায় ট্রোলড হন মহেশ । আর এই পরিস্থিতিতেই সামনে আসে জিয়া খানের সঙ্গে পরিচালকের এই ঘনিষ্ঠ ভিডিয়ো ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে দু'মাস । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি । এদিকে অভিনেতার মৃত্যুর জন্য দায়ি করা হয় পরিচালক মহেশ ভাটকে । যার কারণে সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন তিনি । এই পরিস্থিতিতেই সামনে এসেছে একটি নতুন ভিডিয়ো । সেখানে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে । এখন রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো ।

2007 সালে রাম গোপাল ভার্মার 'নিঃশব্দ' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন জিয়া । সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । সূত্রের খবর, জিয়ার নাকি 2004 সালে 'তুমসা নেহি দেখা' ছবির মাধ্যমে ডেবিউ করার কথা ছিল । সেখানে অভিনয় করেছিলেন ইমরান হাসমি । আর ছবিটি প্রযোজনা করেন মহেশের দাদা মুকেশ ভাট ।

এদিকে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, বলা হচ্ছে সেটি 2004-এর । তখন জিয়ার বয়স ছিল 16 বছর । ভিডিয়োতে মহেশের হাতে হাত রেখে, তাঁর গায়ে হেলান দিয়ে বসে রয়েছেন জিয়া । বেশ হাসখুশি মুখেই দেখা গিয়েছে তাঁকে । শুধু তাই নয়, মহেশ ভাটকে 'মহেশ' বলেও সম্বোধন করতে দেখা যায় জিয়াকে ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যু রহস্য । এদিকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ি করা হয় মহেশকে । কারণ মহেশকে নিজের 'মেন্টর' বলেই মনে করতেন রিয়া চক্রবর্তী । আর পরিচালকের কথা মতোই তিনি সুশান্তকে ছেড়ে চলে গিয়েছিলেন বলে দাবি প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের । এদিকে সম্প্রতি সামনে এসেছে রিয়া ও মহেশের হোয়াটসঅ্যাপ চ্যাট । পরিচালকের সঙ্গে কথা বলেই যে রিয়া সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে ওই চ্যাট থেকে । তারপরই সোশাল মিডিয়ায় ট্রোলড হন মহেশ । আর এই পরিস্থিতিতেই সামনে আসে জিয়া খানের সঙ্গে পরিচালকের এই ঘনিষ্ঠ ভিডিয়ো ।

Last Updated : Aug 25, 2020, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.