মুম্বই, 15 ফেব্রুয়ারি: অভিনেত্রী কৃতি স্য়াননের অভিনয় প্রতিভা ইতিমধ্য়েই মুগ্ধ করেছে দর্শকদের ৷ এবার রুপোলি পর্দা মাতাতে আসছেন একই বাড়ির আরেক সদস্য়া, কৃতির বোন নুপুর স্যানন (Sister of Kriti Sanon Nupur makes her Bollywood debut) ৷ 'নুরানি চেহরা' ছবির মাধ্য়মে বলিউড জগতে অভিষেক হতে চলেছে তাঁর ৷ এই 'আউট অ্য়ান্ড আউট' প্রেমের গল্পটি পরিচালনা করতে চলেছেন পরিচালক নবনীত সিং ৷ ছবিতে নুপুর ছাড়াও থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মত দাপুটে অভিনেতারা ৷
সোমবার প্রেম দিবসে নিজের এই নতুন ছবির খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন নুপুর ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি লেখেন, "নুরানি চেহরা-র নুর আর হিবার প্রেমে পড়ে গেছি ৷ বছরের সেরা মিস ম্যাচড কাপেল, আজ থেকে শুরু হচ্ছে ছবির শ্য়ুটিং ৷" অবশ্য় ছবির জগতে এই সিনেমার হাত ধরে তাঁর অভিষেক হচ্ছে ঠিকই, তবে এর আগেই সুপার স্টার অক্ষয় কুমারের সঙ্গে দু'টি মিউজিক ভিডিয়োতে কাজ করে ফেলেছেন নুপুর ৷ 'ফিলহাল' এবং 'ফিলহাল-2' নামের এই দু'টি মিউজিক ভিডিয়ো যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছে দর্শকমহলে ৷
আরও পড়ুন : নাগিনের জনপ্রিয়তা নিয়ে উচ্ছ্বসিত তেজস্বী
নুপুরের এই পোস্টের নীচের বয়ে গিয়েছে কমেন্টের বন্যা ৷ অনুরাগী মহল তো বটেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও ৷ অভিনেতা পুলকিত শর্মা, অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই তথা অভিনেতা রাজীব সেন নুপুরকে স্বাগত জানিয়েছেন সকলেই ৷ যদিও কবে পর্দায় আসতে চলেছে এই ছবি তা এখনও অজানা ৷