ETV Bharat / sitara

#Candle4SSR : সুশান্তের জন্য শান্তিপূর্ণ ডিজিটাল প্রোটেস্ট - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে CBI-এর হস্তক্ষেপের দাবিতে ডিজিটাল প্ল্যাটফর্মে একটি প্রোটেস্ট শুরু করলেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামীর আইনজীবী ইশকরণ সিং ভান্ডারী ।

Digital protest on digital platform
Digital protest on digital platform
author img

By

Published : Jul 22, 2020, 9:12 PM IST

মুম্বই : এক মাসের উপর হয়ে গেছে সুশান্ত সিং রাজপুত আমাদের ছেড়ে গেছেন, অন্য কোনও দুনিয়ায় অন্য কোনও ভাবে রয়েছেন তিনি । তাঁকে নিয়ে উত্তাল পুরো দেশ । তবে কোনও রকম অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভাবে CBI তদন্তের দাবিতে এক ডিজিটাল প্রোটেস্ট শুরু হল আইনজীবী ইশকরণ সিং ভান্ডারির উদ্যোগে ।

22 জুলাই রাত আটটা থেকে টুইটারে শুরু হল এই প্রোটেস্ট । কোনও শোরগোল নেই, কোনও উত্তেজনা নেই, রয়েছে শুধু একটু মোমের আলো, প্রোটেস্টের নাম #Candle4SSR ।

Digital protest on digital platform
ইশকরণ

সুশান্তের সমস্ত অনুরাগীদের কাছে ইশকরণ আর্জি জানালেন, তাঁরা যেন সুশান্তের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে টুইটারে ছবি পোস্ট করেন । সেই ছবিতে ইশকরণকে ট্যাগ করলে তিনি নিজের ওয়ালে ছবিটি রিটুইট করবেন । আর এভাবেই ধীরে ধীরে সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়বে সেই মোমবাতির আলো ।

  • 3,00,000+ views of this video asking 1st ever Digital Protest in World for Justice to SSR!

    75,000+ tweets of #Candle4SSR

    Let’s all light candles, 🪔 at 8pm Today!

    Let’s Make HISTORY!

    Tweet/FB/insta pictures or VIDEO & TAG me, will retweet!

    pic.twitter.com/DYScSs7Ebi

    — Ishkaran Singh Bhandari (@ishkarnBHANDARI) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার আবহে রাস্তাঘাটে জমায়েত করে প্রতিবাদ করা সম্ভব নয় আর উচিতও নয় । তাই সব কিছুতেই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্য নিতে হচ্ছে । বাদ নেই #Candle4SSR-ও ।

কঙ্গনা রানাওয়াতের টিম থেকেও একটি ছবি পোস্ট করা হয়েছে, সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মোমবাতির সামনে বসে থাকতে । দেখে নিন সেই ছবি...

Digital protest on digital platform
সৌজন্যে টুইটার..

মুম্বই : এক মাসের উপর হয়ে গেছে সুশান্ত সিং রাজপুত আমাদের ছেড়ে গেছেন, অন্য কোনও দুনিয়ায় অন্য কোনও ভাবে রয়েছেন তিনি । তাঁকে নিয়ে উত্তাল পুরো দেশ । তবে কোনও রকম অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভাবে CBI তদন্তের দাবিতে এক ডিজিটাল প্রোটেস্ট শুরু হল আইনজীবী ইশকরণ সিং ভান্ডারির উদ্যোগে ।

22 জুলাই রাত আটটা থেকে টুইটারে শুরু হল এই প্রোটেস্ট । কোনও শোরগোল নেই, কোনও উত্তেজনা নেই, রয়েছে শুধু একটু মোমের আলো, প্রোটেস্টের নাম #Candle4SSR ।

Digital protest on digital platform
ইশকরণ

সুশান্তের সমস্ত অনুরাগীদের কাছে ইশকরণ আর্জি জানালেন, তাঁরা যেন সুশান্তের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে টুইটারে ছবি পোস্ট করেন । সেই ছবিতে ইশকরণকে ট্যাগ করলে তিনি নিজের ওয়ালে ছবিটি রিটুইট করবেন । আর এভাবেই ধীরে ধীরে সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়বে সেই মোমবাতির আলো ।

  • 3,00,000+ views of this video asking 1st ever Digital Protest in World for Justice to SSR!

    75,000+ tweets of #Candle4SSR

    Let’s all light candles, 🪔 at 8pm Today!

    Let’s Make HISTORY!

    Tweet/FB/insta pictures or VIDEO & TAG me, will retweet!

    pic.twitter.com/DYScSs7Ebi

    — Ishkaran Singh Bhandari (@ishkarnBHANDARI) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার আবহে রাস্তাঘাটে জমায়েত করে প্রতিবাদ করা সম্ভব নয় আর উচিতও নয় । তাই সব কিছুতেই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্য নিতে হচ্ছে । বাদ নেই #Candle4SSR-ও ।

কঙ্গনা রানাওয়াতের টিম থেকেও একটি ছবি পোস্ট করা হয়েছে, সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মোমবাতির সামনে বসে থাকতে । দেখে নিন সেই ছবি...

Digital protest on digital platform
সৌজন্যে টুইটার..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.