ETV Bharat / sitara

"আমার ছেলে আত্মহত্যা করতে পারে না", টুইট সুশান্তের বাবার - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় CBI তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই । একই সুর শোনা গেল সুশান্তের বাবার গলাতেও । টুইটারে CBI তদন্তের দাবি জানালেন কে.কে. সিং, কারণ তিনি বিশ্বাস করেন না যে, সুশান্ত আত্মহত্যা করতে পারে ।

Sushant Singh Rajput's father demands CBI inquiry
Sushant Singh Rajput's father demands CBI inquiry
author img

By

Published : Jul 4, 2020, 5:29 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় CBI তদন্তের দাবি জানালেন তাঁর বাবা কে.কে. সিং, কারণ সুশান্ত আত্মহত্যা করতে পারে বলে বিশ্বাস করেন না তিনি । তবে সুশান্তের মাধ্য়মেই এই দাবি জানালেন তিনি । কীভাবে ?

কয়েকদিন আগে টুইটারে একটি অ্যাকাউন্ট লক্ষ্য করা যায়, যেটি কে.কে.সিংয়ের । সেখানে দু'টি টুইট করেছেন তিনি ।

প্রথম টুইটে কে.কে. সিং লিখেছেন, "আজ আমার ছেলের আত্মা কাঁদছে আর CBI তদন্তের দাবি জানাচ্ছে ।"

  • आज मेरे बेटे सुशांत की आत्मा रो रही है।
    और CBI जांच की मांग कर रही है।😥😥

    — K.K Singh (@K_KSingh_) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার অন্য একটি টুইটে তিনি লিখেছেন, "আমার ছেলে সুশান্ত সিং রাজপুত খুব সাহসী ছিল । আমি জানি ও কোনওদিন আত্মহত্যা করতে পারে না । একটা হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে । CBI-এর কাছে অনুরোধ পুরো বিষয়টার তদন্ত করুন ।"

  • मेरा बेटा सुशांत सिंह राजपूत बहुत बहादुर था।
    मुझे मालूम है वो कभी आत्महत्या नहीं कर सकता। उसकी हत्या करके आत्महत्या साबित करने की कोशिश की जा रही है।
    मैं निवेदन करता हूँ कि पूरे मामले की CBI जांच होनी चाहिए।

    — K.K Singh (@K_KSingh_) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কে.কে. সিংয়ের এই দুটি টুইট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । অনেকেই তাঁর সঙ্গে সহমত । তবে অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয় । তাই ব্যবহারকারীর সত্যতা বিচার করেনি ETV ভারত সিতারা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় CBI তদন্তের দাবি জানালেন তাঁর বাবা কে.কে. সিং, কারণ সুশান্ত আত্মহত্যা করতে পারে বলে বিশ্বাস করেন না তিনি । তবে সুশান্তের মাধ্য়মেই এই দাবি জানালেন তিনি । কীভাবে ?

কয়েকদিন আগে টুইটারে একটি অ্যাকাউন্ট লক্ষ্য করা যায়, যেটি কে.কে.সিংয়ের । সেখানে দু'টি টুইট করেছেন তিনি ।

প্রথম টুইটে কে.কে. সিং লিখেছেন, "আজ আমার ছেলের আত্মা কাঁদছে আর CBI তদন্তের দাবি জানাচ্ছে ।"

  • आज मेरे बेटे सुशांत की आत्मा रो रही है।
    और CBI जांच की मांग कर रही है।😥😥

    — K.K Singh (@K_KSingh_) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার অন্য একটি টুইটে তিনি লিখেছেন, "আমার ছেলে সুশান্ত সিং রাজপুত খুব সাহসী ছিল । আমি জানি ও কোনওদিন আত্মহত্যা করতে পারে না । একটা হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে । CBI-এর কাছে অনুরোধ পুরো বিষয়টার তদন্ত করুন ।"

  • मेरा बेटा सुशांत सिंह राजपूत बहुत बहादुर था।
    मुझे मालूम है वो कभी आत्महत्या नहीं कर सकता। उसकी हत्या करके आत्महत्या साबित करने की कोशिश की जा रही है।
    मैं निवेदन करता हूँ कि पूरे मामले की CBI जांच होनी चाहिए।

    — K.K Singh (@K_KSingh_) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কে.কে. সিংয়ের এই দুটি টুইট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । অনেকেই তাঁর সঙ্গে সহমত । তবে অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয় । তাই ব্যবহারকারীর সত্যতা বিচার করেনি ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.