ETV Bharat / sitara

লকডাউনে অক্ষয়ের কোনও পরিবর্তন হয়নি, বলছেন নিখিল

আজ 'বেল বটম' ছবির স্ক্রিপ্ট শোনার কথা ছিল অক্ষয়ের । সেই মতো সকাল সকাল পরিচালক ও প্রযোজকদের সময় দেন তিনি । আলোচনা শুরু হয় ঠিক সকাল 5টা 46 মিনিটে । শুটিং বন্ধ থাকলেও পুরোনো নিয়ম মেনে এখনও ভোরেই ঘুম ভাঙে অক্ষয়ের । আর তাই লকডাউনের মধ্য়েও তাঁর কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন প্রযোজক নিখিল আদবানি ।

sdf
sdf
author img

By

Published : May 26, 2020, 1:22 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি লকডাউন । বন্ধ শুটিং । আর এই পরিস্থিতিতেও বাড়িতে বসে পরবর্তী ছবির জন্য কাজ চালিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় এখন বাড়ি থেকেই সব সিনেমার জন্য প্রয়োজনীয় কাজ করছেন তারকারা । বাদ যাননি অক্ষয়ও । তাঁর আপকামিং ছবিগুলির মধ্যে অন্যতম 'বেল বটম'। আজ ছবির স্ক্রিপ্ট শোনার কথা ছিল অক্ষয়ের । সেই মতো সকাল সকাল পরিচালক ও প্রযোজকদের সময় দেন তিনি ।

sfd
.

সারা বছরই সকাল সকাল ঘুম থেকে ওঠেন অক্ষয় । আর লকডাউনের মধ্যে বন্ধ শুটিং । কোনও কাজ নেই হাতে । কিন্তু, তা সত্ত্বেও দেরি করে ঘুম থেকে ওঠেন না তিনি । পুরোনো নিয়ম মেনে সকাল সকালই ঘুম ভাঙে তাঁর । আর স্ক্রিপ্ট শোনার জন্য সবাইকে সকাল 5টা 46 মিনিটে সময় দিয়েছিলেন অক্ষয় । সেই মতো ওই নির্দিষ্ট সময় ভিডিয়ো কলে শুরু হয় তাঁদের আলোচনা ।

অক্ষয় ছাড়াও এই আলোচনায় ছিলেন নিখিল আদবানি, রঞ্জিত তিওয়ারি, অসীম অরোরা, জ্যাকি ও বাসু ভাগনানি । আলোচনা চলাকালীন একটি স্ক্রিনশট নিয়েছিলেন নিখিল । পরে তা তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । তার ক্যাপশনে লেখেন, "লকডাউনের মধ্যে অক্ষয় কুমার একটুও বদলাননি । 'বেল বটম'-এর স্ক্রিপ্ট শোনার কাজ শুরু হয় সকাল 5টা 46 মিনিটে ।" এই ছবিতে সবাইকেই ট্যাগ করেন নিখিল ।

'বেল বটম' পরিচালনা করবেন রঞ্জিত তিওয়ারি । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি ভাগনানি, বাসু ভাগনানি, দীপশিখা দেশমুখ, মণীষা আদবানি, মধু ভোজওয়ানি ও নিখিল আদবাদি । সব ঠিক থাকলে 2021-এর জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি ।

'বেল বটম' ছাড়াও একাধিক ছবি রয়েছে অক্ষয়ের ঝুলিতে । মুক্তির অপেক্ষায় রয়েছে রোহিত শেট্টির 'সূর্যবংশী' ও রাঘব লরেন্সের 'লক্ষ্মী বম'। এছাড়াও রয়েছে 'অতরঙ্গী রে', 'পৃথ্বিরাজ' ও 'বচ্চন পান্ডে'-র মতো মতো ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি লকডাউন । বন্ধ শুটিং । আর এই পরিস্থিতিতেও বাড়িতে বসে পরবর্তী ছবির জন্য কাজ চালিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় এখন বাড়ি থেকেই সব সিনেমার জন্য প্রয়োজনীয় কাজ করছেন তারকারা । বাদ যাননি অক্ষয়ও । তাঁর আপকামিং ছবিগুলির মধ্যে অন্যতম 'বেল বটম'। আজ ছবির স্ক্রিপ্ট শোনার কথা ছিল অক্ষয়ের । সেই মতো সকাল সকাল পরিচালক ও প্রযোজকদের সময় দেন তিনি ।

sfd
.

সারা বছরই সকাল সকাল ঘুম থেকে ওঠেন অক্ষয় । আর লকডাউনের মধ্যে বন্ধ শুটিং । কোনও কাজ নেই হাতে । কিন্তু, তা সত্ত্বেও দেরি করে ঘুম থেকে ওঠেন না তিনি । পুরোনো নিয়ম মেনে সকাল সকালই ঘুম ভাঙে তাঁর । আর স্ক্রিপ্ট শোনার জন্য সবাইকে সকাল 5টা 46 মিনিটে সময় দিয়েছিলেন অক্ষয় । সেই মতো ওই নির্দিষ্ট সময় ভিডিয়ো কলে শুরু হয় তাঁদের আলোচনা ।

অক্ষয় ছাড়াও এই আলোচনায় ছিলেন নিখিল আদবানি, রঞ্জিত তিওয়ারি, অসীম অরোরা, জ্যাকি ও বাসু ভাগনানি । আলোচনা চলাকালীন একটি স্ক্রিনশট নিয়েছিলেন নিখিল । পরে তা তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । তার ক্যাপশনে লেখেন, "লকডাউনের মধ্যে অক্ষয় কুমার একটুও বদলাননি । 'বেল বটম'-এর স্ক্রিপ্ট শোনার কাজ শুরু হয় সকাল 5টা 46 মিনিটে ।" এই ছবিতে সবাইকেই ট্যাগ করেন নিখিল ।

'বেল বটম' পরিচালনা করবেন রঞ্জিত তিওয়ারি । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি ভাগনানি, বাসু ভাগনানি, দীপশিখা দেশমুখ, মণীষা আদবানি, মধু ভোজওয়ানি ও নিখিল আদবাদি । সব ঠিক থাকলে 2021-এর জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি ।

'বেল বটম' ছাড়াও একাধিক ছবি রয়েছে অক্ষয়ের ঝুলিতে । মুক্তির অপেক্ষায় রয়েছে রোহিত শেট্টির 'সূর্যবংশী' ও রাঘব লরেন্সের 'লক্ষ্মী বম'। এছাড়াও রয়েছে 'অতরঙ্গী রে', 'পৃথ্বিরাজ' ও 'বচ্চন পান্ডে'-র মতো মতো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.