ETV Bharat / sitara

প্রয়াত নাট্যকার-অভিনেতা পরিচালক গিরীশ কারনাড

author img

By

Published : Jun 10, 2019, 10:01 AM IST

Updated : Jun 10, 2019, 12:51 PM IST

চারদশক ধরে বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন গিরীশ কারনাড। লিখেছেন একাধিক নাটক। তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষার ছবিতে অভিনয়ও করেছেন তিনি। 'মালগুড়ি ডে'জ'-এ অভিনয় করেছেন তিনি।

গিরীশ কারনাড়

বেঙ্গালুরু : প্রয়াত হলেন অভিনেতা নাট্য়কার তথা পরিচালক গিরীশ কারনাড। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। আজ বেঙ্গালুরুতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।

জন্ম ১৯৩৮ সালে ১৯ মে মহারাষ্ট্রে। চারদশক ধরে বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন।

গিরীশ প্রথম পরিচিতি পেয়েছিলেন নাটক লেখার জন্য। কন্নড় সাহিত্যকে নিজের লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন তিনি। ১৯৭০ সালে কন্নড় ছবি দিয়ে অভিনয়ে প্রবেশ করেন। পরে একাধিক হিন্দি ছবিতেও কাজ করেন। বলিউডে গিরীশ নজরে আসেন শাবানা আজ়মি ও স্মিতা পাটেল অভিনীত 'নিশান্ত' ছবিতে। পরে শাবানা আজ়মির সঙ্গে 'স্বামী' ছবিতেও দেখা যায় তাঁকে। ছবিতে উৎপল দত্তও ছিলেন। অন্যদিকে অনীল কাপুর ও মাধুরী অভিনীত 'পুকার'-এও অভিনয় করেন তিনি। টেলিভিশন ধারাবাহিক 'মালগুডি ডে'জ'-এও অভিনয় করেন। এই ধারাবাহিকে দীর্ঘ একবছর অভিনয় করেছিলেন তিনি।

এরপর হিন্দি ছবির সঙ্গে অনেকবছর সম্পর্ক ছিল না তাঁর। ফের একবার ২০০৫ সালে 'ইকবাল'-এ ক্রিকেট কোচ হিসেবে নজর কাড়েন গিরীশ। 'এক থা টাইগার', 'টাইগার জ়িন্দা হ্য়ায়', 'চক এন ডাস্টার'-এর মতো সাম্প্রতিক কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তামিল, তেলুগু ও কন্নড়েও রয়েছে একাধিক ছবি।

গিরীশ একাধারে নাটকের লেখক, পরিচালক ও অভিনেতা ছিলেন। সাহিত্য়ের জন্য সংগীত নাট্য অ্যাকাডেমি থেকে পুরস্কার পেয়েছেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী ও ১৯৯২-এ পদ্ম বিভূষণে সম্মানিত হয়েছেন। তাঁর পুরস্কারের তালিকায় আছে জ্ঞানপীঠ, সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার। পরিচালনার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফিল্ম ফেয়ারও রয়েছে তাঁর পুরস্কারের খাতায়।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকপ্রকাশ করে বলেন, "বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা গিরীশ কারনাডের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ ৮১ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কন্নড় ও হিন্দি নাটক ও চলচ্চিত্র জগতে তিনি দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মভূষণ ও অন্যান্য পুরস্কারে সম্মানিত গিরীশ কারনাডের মৃত্যু কন্নড় তথা সমগ্র ভারতের চলচ্চিত্র ও নাট্য জগতের এক অপূরণীয় ক্ষতি।
আমি গিরীশ কারনাডের পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

বলিউড সহ দক্ষিণ ভারতের অভিনেতা ও অভিনেত্রীরাও শোকপ্রকাশ করেছে।

বেঙ্গালুরু : প্রয়াত হলেন অভিনেতা নাট্য়কার তথা পরিচালক গিরীশ কারনাড। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। আজ বেঙ্গালুরুতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।

জন্ম ১৯৩৮ সালে ১৯ মে মহারাষ্ট্রে। চারদশক ধরে বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন।

গিরীশ প্রথম পরিচিতি পেয়েছিলেন নাটক লেখার জন্য। কন্নড় সাহিত্যকে নিজের লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন তিনি। ১৯৭০ সালে কন্নড় ছবি দিয়ে অভিনয়ে প্রবেশ করেন। পরে একাধিক হিন্দি ছবিতেও কাজ করেন। বলিউডে গিরীশ নজরে আসেন শাবানা আজ়মি ও স্মিতা পাটেল অভিনীত 'নিশান্ত' ছবিতে। পরে শাবানা আজ়মির সঙ্গে 'স্বামী' ছবিতেও দেখা যায় তাঁকে। ছবিতে উৎপল দত্তও ছিলেন। অন্যদিকে অনীল কাপুর ও মাধুরী অভিনীত 'পুকার'-এও অভিনয় করেন তিনি। টেলিভিশন ধারাবাহিক 'মালগুডি ডে'জ'-এও অভিনয় করেন। এই ধারাবাহিকে দীর্ঘ একবছর অভিনয় করেছিলেন তিনি।

এরপর হিন্দি ছবির সঙ্গে অনেকবছর সম্পর্ক ছিল না তাঁর। ফের একবার ২০০৫ সালে 'ইকবাল'-এ ক্রিকেট কোচ হিসেবে নজর কাড়েন গিরীশ। 'এক থা টাইগার', 'টাইগার জ়িন্দা হ্য়ায়', 'চক এন ডাস্টার'-এর মতো সাম্প্রতিক কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তামিল, তেলুগু ও কন্নড়েও রয়েছে একাধিক ছবি।

গিরীশ একাধারে নাটকের লেখক, পরিচালক ও অভিনেতা ছিলেন। সাহিত্য়ের জন্য সংগীত নাট্য অ্যাকাডেমি থেকে পুরস্কার পেয়েছেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী ও ১৯৯২-এ পদ্ম বিভূষণে সম্মানিত হয়েছেন। তাঁর পুরস্কারের তালিকায় আছে জ্ঞানপীঠ, সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার। পরিচালনার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফিল্ম ফেয়ারও রয়েছে তাঁর পুরস্কারের খাতায়।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকপ্রকাশ করে বলেন, "বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা গিরীশ কারনাডের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ ৮১ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কন্নড় ও হিন্দি নাটক ও চলচ্চিত্র জগতে তিনি দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মভূষণ ও অন্যান্য পুরস্কারে সম্মানিত গিরীশ কারনাডের মৃত্যু কন্নড় তথা সমগ্র ভারতের চলচ্চিত্র ও নাট্য জগতের এক অপূরণীয় ক্ষতি।
আমি গিরীশ কারনাডের পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

বলিউড সহ দক্ষিণ ভারতের অভিনেতা ও অভিনেত্রীরাও শোকপ্রকাশ করেছে।

Intro:Body:

প্রয়াত নাট্যকার-অভিনেতা পরিচালক গিরীশ কারনাড়



প্রয়াত হলেন অভিনেতা নাট্য়কার তথা পরিচালক গিরীশ কারনাড়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। আজ বেঙ্গালুরুতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।



এক থা টাইগার, টাইগার জ়িন্দা হ্য়ায়, চক এন ডাস্টারের মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলুগু ও কন্নড়েও রয়েছে একাধিক ছবি।



১৯৩৮ সালে ১৯ মে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। চারদশক ধরে বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন।



গিরীশ একাধারে নাটকের লেখক, পরিচালক ও অভিনেতা ছিলেন। সাহিত্য়ের জন্য সংগীত নাট্য অ্যাকাডেমি থেকে পুরস্কার পেয়েছেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী ও ১৯৯২-এ পদ্ম বিভূষণে সম্মানিত হয়েছেন। তাঁর পুরস্কারের তালিকায় আছে জ্ঞানপীঠ, সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার। পরিচালনার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফিল্ম ফেয়ারও রয়েছে তাঁর পুরস্কারের খাতায়।


Conclusion:
Last Updated : Jun 10, 2019, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.