মুম্বই : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় ধর্মীয় সভায় যোগ দেওয়ার পরই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তেলাঙ্গানার কয়েকজন বাসিন্দার । আর তারপরই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এই পরিস্থিতিতে সরকারের পরামর্শ মেনে চলার জন্য ফ্যানদের কাছে আবেদন করেছেন সংগীত পরিচালক এ আর রহমান । বলেন, ধর্মীয় স্থানে জমায়েত করে পরিস্থিতি জটিল করার সময় এটা নয় ।
টুইটারে ফ্যানেদের প্রতি আবেদন জানানোর পাশাপাশি চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মীদের তাদের সাহসিকতা ও নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এ আর রহমান ।
টুইটারে রহমান আরও লেখেন, "এই সময় সব বিভেদ ভুলে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এক হতে হবে । এই সময় শুধু মানবিকতাকে কাজে লাগাতে হবে । প্রতিবেশী, বয়স্ক, শ্রমিক এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে হবে ।"
-
This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness... pic.twitter.com/fjBOzKfqjy
— A.R.Rahman (@arrahman) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness... pic.twitter.com/fjBOzKfqjy
— A.R.Rahman (@arrahman) April 1, 2020This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness... pic.twitter.com/fjBOzKfqjy
— A.R.Rahman (@arrahman) April 1, 2020
ফ্যানদের প্রতি তাঁর বার্তা, "ভগবান তোমার হৃদয়ে রয়েছে । তাই এখন ধর্মীয় স্থানে জমায়েত করার সময় নয় । সরকারের পরামর্শ শুনে কয়েক সপ্তাহের জন্য আইসোলেশনে চলে যাও । ভাইরাসকে ছড়িয়ে দিও না ।" গুজব না ছড়ানোরও আবেদন করেন তিনি । এই সময় আরও চিন্তাশীল হওয়ার প্রয়োজন বলেও মনে করেন তিনি । কারণ হিসেবে তিনি লেখেন, "অনেকেরই জীবন এখন আমাদের হাতে ।"
তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন নেটিজ়েনরা । পাশাপাশি টুইট করে রহমানের এই বক্তব্যকে সমর্থন জানান অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ।