ETV Bharat / sitara

এখনই ক্লিনচিট নয় দীপিকা-সারা-শ্রদ্ধাকে, জানাল NCB - শ্রদ্ধা কাপুরের খবর

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে ড্রাগ মামলায় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে ক্লিনচিট দিয়ে দিয়েছে NCB অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল বিওরো । তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হল NCB-র তরফ থেকে ।

deepika padukone-sara ali khan-shraddha kapoor clean chit
deepika padukone-sara ali khan-shraddha kapoor clean chit
author img

By

Published : Sep 30, 2020, 3:39 PM IST

মুম্বই : ড্রাগ মামলায় নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের । তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে NCB, তাঁদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে । এত কিছু সত্ত্বেও শোনা যাচ্ছিল যে, ক্লিনচিট পেয়ে গেছেন এই তিন অভিনেত্রী । তবে খবরটি ভুয়ো, জানানো হল NCB-র তরফ থেকে ।

এজেন্সির তরফ থেকে IANS-কে জানানো হয়েছে, "একাধিক নিউজ় আর্টিকলে দাবি করা হচ্ছে যে, NCB কর্তৃক যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাঁদের ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছে । এই খবর সম্পূর্ণ মিথ্যে ।"

সেই NCB-র অফিশিয়াল এটাও জানান যে, তদন্ত এখনও চলছে । এজেন্সি সব নিয়ম মেনেই কাজ করছে এবং কাউকে ক্লিনচিট দেওয়া হয়নি । অভিযুক্তরা এখনও NCB-র ব়্যাডারেই রয়েছেন ।

deepika padukone-sara ali khan-shraddha kapoor clean chit
দীপিকা

দীপিকা-সারা-শ্রদ্ধা ছাড়াও রকুল প্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও রয়েছেন অভিযুক্তদের তালিকায় ।

পুরো বিষয়য়টাই শুরু হয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর । অভিনেতার মৃত্যুর তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, কেসের মোড় ঘুরতে থাকে । এখন এই ড্রাগ চক্র নিয়ে তোলপাড় চলছে বলিউডে । আশঙ্কা করা হচ্ছে, আরও অনেক রাঘব বোয়ালদের নাম জড়াবে এই চক্রে ।

মুম্বই : ড্রাগ মামলায় নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের । তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে NCB, তাঁদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে । এত কিছু সত্ত্বেও শোনা যাচ্ছিল যে, ক্লিনচিট পেয়ে গেছেন এই তিন অভিনেত্রী । তবে খবরটি ভুয়ো, জানানো হল NCB-র তরফ থেকে ।

এজেন্সির তরফ থেকে IANS-কে জানানো হয়েছে, "একাধিক নিউজ় আর্টিকলে দাবি করা হচ্ছে যে, NCB কর্তৃক যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাঁদের ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছে । এই খবর সম্পূর্ণ মিথ্যে ।"

সেই NCB-র অফিশিয়াল এটাও জানান যে, তদন্ত এখনও চলছে । এজেন্সি সব নিয়ম মেনেই কাজ করছে এবং কাউকে ক্লিনচিট দেওয়া হয়নি । অভিযুক্তরা এখনও NCB-র ব়্যাডারেই রয়েছেন ।

deepika padukone-sara ali khan-shraddha kapoor clean chit
দীপিকা

দীপিকা-সারা-শ্রদ্ধা ছাড়াও রকুল প্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও রয়েছেন অভিযুক্তদের তালিকায় ।

পুরো বিষয়য়টাই শুরু হয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর । অভিনেতার মৃত্যুর তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, কেসের মোড় ঘুরতে থাকে । এখন এই ড্রাগ চক্র নিয়ে তোলপাড় চলছে বলিউডে । আশঙ্কা করা হচ্ছে, আরও অনেক রাঘব বোয়ালদের নাম জড়াবে এই চক্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.