ETV Bharat / sitara

'কুলি নং ১'-র সেটে কারও কোনও ক্ষতি হয়নি : জ্যাকি ভগনানি - jackey bhagnani

গতকাল দুপুরে আগুন লাগে 'কুলি নং ১'-র সেটে । তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে । হতাহতের কোনও খবর নেই ।

কুলি নং ১
author img

By

Published : Sep 12, 2019, 7:55 AM IST

মুম্বই : বরুণ ধাওয়ান ও সারা আলি খানের পরবর্তী ছবি 'কুলি নং ১'-র সেটে গতকাল দুপুর নাগাদ আগুন লাগে । তবে সাথে সাথেই আগুন নেভানো হয় । ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই ।

অভিনেতা ও ছবির প্রযোজক জ্যাকি ভগনানি টুইটারে খবরটি পোস্ট করেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মী, মুম্বই পুলিশ ও BMC আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

তিনি লেখেন, "কুলি নং ১-র সেটের আগুন সাথে সাথে নিভিয়ে দেওয়ায় কেউ হতাহত হয়নি । তার জন্য আমরা দমকল কর্মী, মুম্বই পুলিশ ও BMC আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই । আমি সবাইকে তাঁদের চিন্তা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাতে চাই ।"

আরও পড়ুন : 'কুলি নং ১'-র সেটে আগুন !

গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত 'কুলি নং ১'-র পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান । নতুন ছবিটিরও পরিচালনা করছেন তিনি । ছবির প্রযোজনা করছেন ভাসু ভগনানি ।

2017-র 'জুড়বা ২'-র পর আবার একসঙ্গে এই ছবিতে কাজ করছেন বরুণ ও ডেভিড । 'কুলি নং ১'-এ প্রথমবার বরুণ ও সারার জুটিকে দেখবেন দর্শক ।

মুম্বই : বরুণ ধাওয়ান ও সারা আলি খানের পরবর্তী ছবি 'কুলি নং ১'-র সেটে গতকাল দুপুর নাগাদ আগুন লাগে । তবে সাথে সাথেই আগুন নেভানো হয় । ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই ।

অভিনেতা ও ছবির প্রযোজক জ্যাকি ভগনানি টুইটারে খবরটি পোস্ট করেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মী, মুম্বই পুলিশ ও BMC আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

তিনি লেখেন, "কুলি নং ১-র সেটের আগুন সাথে সাথে নিভিয়ে দেওয়ায় কেউ হতাহত হয়নি । তার জন্য আমরা দমকল কর্মী, মুম্বই পুলিশ ও BMC আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই । আমি সবাইকে তাঁদের চিন্তা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাতে চাই ।"

আরও পড়ুন : 'কুলি নং ১'-র সেটে আগুন !

গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত 'কুলি নং ১'-র পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান । নতুন ছবিটিরও পরিচালনা করছেন তিনি । ছবির প্রযোজনা করছেন ভাসু ভগনানি ।

2017-র 'জুড়বা ২'-র পর আবার একসঙ্গে এই ছবিতে কাজ করছেন বরুণ ও ডেভিড । 'কুলি নং ১'-এ প্রথমবার বরুণ ও সারার জুটিকে দেখবেন দর্শক ।

Intro:Body:

coolie


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.