মুম্বই : ভিকি কৌশল অভিনীত 'ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপ'-র দ্বিতীয় পোস্টার মুক্তি পেল আজ । পাশাপাশি আজ শুক্রবার ও 13 তারিখও । যেটাকে ভুতুড়ে বলেই মনে করেন অনেকে ।
পোস্টারটি দিয়েই ছবিতে এক ভয়ানক যাত্রার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে । পোস্টারে দেখা যাচ্ছে, একটি ডুবন্ত জাহাজে জলের মধ্যে আটকে গেছে ভিকি । তাঁকে টেনে ধরে রেখেছে একটি ভূত । বোঝা যাচ্ছে সেই জল থেকে বেরোনোর প্রাণপন চেষ্টা করছেন অভিনেতা ।
ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেছেন অভিনেতা নিজে । সঙ্গে ক্যাপশনে লেখেন, "ভয় থেকে দূরে থাকতে পারবেন না, সন্ত্রাস থেকে দূরে থাকতে পারবেন না । #TheHauntedShip থেকে আমাকে পালাতে সাহায্য করুন । 15 নভেম্বর 2019 আপনাদের কাছের প্রেক্ষাগৃহে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ভানুপ্রতাপ সিংয়ের পরিচালনায় সম্প্রতি 'ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপ'-র শুটিং শেষ করেছেন অভিনেতা । তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপের শেষ শট । আমাদের স্পেশাল ফিল্মের শুটিং শেষ । ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের অনেক ভয়ের সঙ্গে লড়াই করেছি । এই একটা দিয়ে আপনাদের ভয় দেখাতে আর অপেক্ষা করতে পারছি না । #Nov15th #Bhoot ."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আগেই ছবির প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে । তার ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা । সঙ্গে তিনি লিখেছিলেন, "ভয়ের জগতে ডুবে যাচ্ছি ! প্রেজ়েন্টিং ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপ । পরিচালক ভানুপ্রতাপ সিং । 15 নভেম্বর 2019 মুক্তি পাবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রথম পোস্টারটিতে ভিকির একটা ভয়ার্ত লুক চোখে পড়েছে । যেখানে তাঁর মুখটিকে একটা রক্তাক্ত হাত চেপে ধরে রেখেছে । তিনি জাহাজের একটা ভাঙা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে ।
ছবিতে রয়েছেন অভিনেত্রী ভূমি পেদনেকরও । ছবির প্রযোজনা করছেন করণ জোহর, হিরু যশ জোহর, অপ্রুভা মেহতা ও শশাঙ্ক খয়তান ।
'ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপ' ছাড়াও মেঘনা গুলজ়ারের পরিচালনয়া শ্যাম মানেকশ'র বায়োপিক ও করণ জোহরের 'তখ্ত'-এ দেখা যাবে ভিকিকে । এছাড়াও 'সর্দার উধম সিং'-এ অভিনয় করছেন তিনি ।