ETV Bharat / sitara

নতুন ফিল্ম, খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন অনিল-বরুণ

শুরু হবে অনিল কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত 'যুগ যুগ জিও'-র শুটিং । যদিও নামটা ফাইনাল নয়, তবে জোরকদমে শুরু হয়ে গেছে শুটিংয়ের প্রস্তুতি ।

anil kapoor and varun dhawan next movie
anil kapoor and varun dhawan next movie
author img

By

Published : Oct 27, 2020, 10:02 AM IST

মুম্বই : একদিকে অনিল কাপুর আর একদিকে বরুণ ধাওয়ান । দুই অভিনেতারই বিশাল বড় ফ্যানবেস রয়েছে । আর এই দু'জন যদি এক ছবিতে অভিনয় করেন তো কেমন হয় ? এবার সেটাই হতে চলেছে । খুব তাড়াতাড়ি 'যুগ যুগ জিও'-র শুটিং শুরু করতে চলেছেন এঁরা দু'জন ।

শুটিংয়ের লোকেশন বাছার জন্য চণ্ডীগড়ে রেইকি করে গেছে বরুণ আর অনিলের টিম । সম্ভবত পরের মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন প্রোডাকশন ঘনিষ্ঠ ব্যক্তি ।

শহরের বেশ কিছু রিয়েল লোকেশনে শুটিং করতে চলেছেন বরুণ আর অনিল, যেমন গোলাপ বাগান, সুখনা লেক, রক গার্ডেন ইত্যাদি । শোনা যাচ্ছে বরুণের বিপরীতে কিয়ারা আদবানী এবং অনিলের সঙ্গে নীতু কাপুর থাকতে পারেন এই ফ্যামিলি ড্রামায় । তবে পুরোটাই রিপোর্ট ।

বরুণ আপাতত রয়েছেন মালদ্বীপে । সেখানে ছুটি কাটানোর সঙ্গে বেশ কিছু মার্শাল আর্ট ও ফিটনেস ট্রেনিংও করছেন তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করছেন মালদ্বীপের নানা ঝলক ।

মুম্বই : একদিকে অনিল কাপুর আর একদিকে বরুণ ধাওয়ান । দুই অভিনেতারই বিশাল বড় ফ্যানবেস রয়েছে । আর এই দু'জন যদি এক ছবিতে অভিনয় করেন তো কেমন হয় ? এবার সেটাই হতে চলেছে । খুব তাড়াতাড়ি 'যুগ যুগ জিও'-র শুটিং শুরু করতে চলেছেন এঁরা দু'জন ।

শুটিংয়ের লোকেশন বাছার জন্য চণ্ডীগড়ে রেইকি করে গেছে বরুণ আর অনিলের টিম । সম্ভবত পরের মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন প্রোডাকশন ঘনিষ্ঠ ব্যক্তি ।

শহরের বেশ কিছু রিয়েল লোকেশনে শুটিং করতে চলেছেন বরুণ আর অনিল, যেমন গোলাপ বাগান, সুখনা লেক, রক গার্ডেন ইত্যাদি । শোনা যাচ্ছে বরুণের বিপরীতে কিয়ারা আদবানী এবং অনিলের সঙ্গে নীতু কাপুর থাকতে পারেন এই ফ্যামিলি ড্রামায় । তবে পুরোটাই রিপোর্ট ।

বরুণ আপাতত রয়েছেন মালদ্বীপে । সেখানে ছুটি কাটানোর সঙ্গে বেশ কিছু মার্শাল আর্ট ও ফিটনেস ট্রেনিংও করছেন তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করছেন মালদ্বীপের নানা ঝলক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.