ETV Bharat / sitara

এবার ভাইরাল 'শানু কণ্ঠী' ক্যাব ড্রাইভার বিনোদ, মুখোমুখি ETV ভারত সিতারা - বিনোদ শর্মা ভাইরাল

কয়েকদিন ধরে ক্যাব ড্রাইভার বিনোদ শর্মার একটি গান ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 'শানু কণ্ঠী' বলে আখ্যা দেওয়া হয়েছে তাঁকে। লক্ষ্ণৌ শহরের সেই সেনসেশনের মুখোমুখি ETV ভারত সিতারা।

বিনোদ শর্মা ভাইরাল
author img

By

Published : Sep 18, 2019, 8:43 PM IST

লক্ষ্ণৌ : সত্যি কত আশ্চর্য প্রতিভা লুকিয়ে এই দেশ জুড়ে। ক্যাব চালাতে চালাতে সুরেলা কণ্ঠে গান করেন বিনোদ। তাঁর গান শুনলে মনে হবে যেন কোনও প্রফেশনাল শিল্পী সেই গান গাইছেন। বিশেষ করে তাঁর সঙ্গে কুমার শানুর গায়কির খুব মিল পাওয়া যায়। ETV ভারত সিতারার সঙ্গে মুখোমুখি বিনোদ।

বিনোদ বললেন, "আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরোই, আর রাতে ফিরি। তাহলে আমি আমার গানের নেশাটা কোথায় বের করব? তখন আমি ঠিক করলাম যে, আমার যাত্রীদেরই আমি গান শোনাব। আর ওঁরা আমায় ভীষণভাবে সমর্থন করতে থাকল, আর আমিও ধীরে ধীরে এগোতে থাকলাম।"

দীর্ঘদিন একটি অর্কেস্ট্রায় গান গেয়েছেন বিনোদ। তবে সংসারের চাপে ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করেছেন তিনি। কিন্তু, প্রফেশনের মধ্যেই নিজের প্যাশনকে খুঁজে পেয়েছেন বিনোদ। এটাই বা কতজন পারেন?

ভিডিয়োয় শুনে নিন বিনোদের অসম্ভব সুরেলা গান...

দেখুন ভিডিয়ো...

লক্ষ্ণৌ : সত্যি কত আশ্চর্য প্রতিভা লুকিয়ে এই দেশ জুড়ে। ক্যাব চালাতে চালাতে সুরেলা কণ্ঠে গান করেন বিনোদ। তাঁর গান শুনলে মনে হবে যেন কোনও প্রফেশনাল শিল্পী সেই গান গাইছেন। বিশেষ করে তাঁর সঙ্গে কুমার শানুর গায়কির খুব মিল পাওয়া যায়। ETV ভারত সিতারার সঙ্গে মুখোমুখি বিনোদ।

বিনোদ বললেন, "আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরোই, আর রাতে ফিরি। তাহলে আমি আমার গানের নেশাটা কোথায় বের করব? তখন আমি ঠিক করলাম যে, আমার যাত্রীদেরই আমি গান শোনাব। আর ওঁরা আমায় ভীষণভাবে সমর্থন করতে থাকল, আর আমিও ধীরে ধীরে এগোতে থাকলাম।"

দীর্ঘদিন একটি অর্কেস্ট্রায় গান গেয়েছেন বিনোদ। তবে সংসারের চাপে ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করেছেন তিনি। কিন্তু, প্রফেশনের মধ্যেই নিজের প্যাশনকে খুঁজে পেয়েছেন বিনোদ। এটাই বা কতজন পারেন?

ভিডিয়োয় শুনে নিন বিনোদের অসম্ভব সুরেলা গান...

দেখুন ভিডিয়ো...
Intro:Body:

এবার ভাইরাল 'শানু কণ্ঠী' ক্য়াব ড্রাইভার বিনোদ, মুখোমুখি ETV ভারত সিতারা



কয়েকদিন ধরে ক্যাব ড্রাইভার বিনোদ শর্মার একটি গান ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 'শানু কণ্ঠী' বলে আখ্যা দেওয়া হয়েছে তাঁকে। লক্ষ্ণৌ শহরের সেই সেনসেশনের মুখোমুখি ETV ভারত সিতারা।



লক্ষ্ণৌ : সত্যি কত আশ্চর্য প্রতিভা লুকিয়ে এই দেশ জুড়ে। ক্যাব চালাতে চালাতে সুরেলা কণ্ঠে গান করেন বিনোদ। তাঁর গান শুনলে মনে হবে যেন কোনও প্রফেশনাল শিল্পী সেই গান গাইছেন। বিশেষ করে তাঁর সঙ্গে কুমার শানুর গায়কির খুব মিল পাওয়া যায়। ETV ভারত সিতারার সঙ্গে মুখোমুখি বিনোদ।



বিনোদ বললেন, "আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরোই, আর রাতে ফিরি। তাহলে আমি আমার গানের নেশাটা কোথায় বের করব? তখন আমি ঠিক করলাম যে, আমার যাত্রীদেরই আমি গান শোনাব। আর ওঁরা আমায় ভীষণভাবে সমর্থন করতে থাকল, আর আমিও ধীরে ধীরে এগোতে থাকলাম।"



দীর্ঘদিন একটি অর্কেস্ট্রায় গান গেয়েছেন বিনোদ। তবে সংসারের চাপে ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করেছেন তিনি। কিন্তু, প্রফেশনের মধ্যেই নিজের প্যাশনকে খুঁজে পেয়েছেন বিনোদ। এটাই বা কতজন পারেন?



ভিডিয়োয় শুনে নিন বিনোদের অসম্ভব সুরেলা গান...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.