মুম্বই : ইতিমধ্যেই একাধিক বলিউড সিনেমায় গান গেয়েছেন নেহা কক্কর । বেশিরভাগ গানই যথেষ্ট জনপ্রিয় । বলিউডের প্রথমসারির গায়িকাদের মধ্যে তিনি অন্যতম । তবে এই জায়গায় যে তিনি পৌঁছবেন সেটা কখনওই ভাবতে পারেননি ।
IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নেহা বলেন, "আমার খুবই ভালো লাগে । মনে হয় যেন আমি এখনও স্বপ্নের মধ্যে বাস করছি । কীভাবে এটা হল ? ঋষিকেশের মতো ছোটো একটা শহরের মেয়ে প্রথমে দিল্লি গেল । তারপর সেখান থেকে মুম্বই । যদিও জার্নিটা খারাপ ছিল না । কিন্তু, তাও ভাবতে পারিনি যে আমি এই জায়গাতে পৌঁছাতে পারব ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ঋষিকেশ জন্ম হয় নেহার । ছোটোবেলায় ধর্মীয় অনুষ্ঠানে ভজন গাইতেন । তবে কোনও প্রতিকূলতাই তাঁকে আটকাতে পারেনি । 2012 সালে 'ককটেল' ছবির 'সেকেন্ড হ্যান্ড জাওয়ানি' গানটি ব্যাপক সাফল্য এনে দেয় তাঁকে । নেহা বলেন, "মাত্র 4 বছর বয়স থেকে গান গাওয়া শুরু করি । 16 বছর পর্যন্ত ভজন গাইতাম । গান গাওয়ার সঙ্গে নাচ করতাম । আর সেখানে উপস্থিত মানুষ আমার নাচ দেখে পাগল হয়ে যেত । এখন আমার সেগুলো ভাবলেও খুব ভালো লাগে । জীবনে আরও অনেক কিছু অর্জন করতে হবে ।"
বলিউডে 'গরমি', 'আঁখ মারে', 'ও সাকি', 'দিলবর' ও 'কালা চশমা'-র গান গেয়েছেন নেহা । যথেষ্ট জনপ্রিয় গান এগুলি । এছাড়া 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারক ছিলেন নেহা ।
কাজের দিক থেকে কিছুদিন আগে হানি সিংয়ের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োতে দেখা গিয়েছিল নেহাকে । গানের নাম 'মস্কো সুকা'। পঞ্জাবি ও রাশিয়ান ভাষার মিশ্রণে তৈরি করা হয়েছিল গানটি । রাশিয়ান ভাষায় গানের কথা লেখেন একাতেরিনা সিজ়োভা । মুক্তির পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে গানটি ।