ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যু নিয়ে মজা ? মহেশ ভাটের সমালোচনায় নেটিজেনরা - মহেশ ভাটের বিরুদ্ধে সমালোচনা

মহেশ ভাটের টুইট খুব একটা পছন্দ হল না নেটিজেনদের । তীব্র সমালোচনা করলেন তাঁরা পরিচালকের ।

mahesh bhatt making fun of Sushant Singh's death
mahesh bhatt making fun of Sushant Singh's death
author img

By

Published : Jun 23, 2020, 8:22 PM IST

মুম্বই : সুশান্ত সিংয়ের আত্মহত্যার কারণ নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরিক্ষা চলছে । বলিউডের একাধিক প্রভাবশালীর প্ররোচনার রয়েছে তাঁর আত্মহত্যায়, ধারণা পুলিশের । সেই প্রভাবশালীদের মধ্যে অন্যতম মহেশ ভাট ।

একে তাঁকে নিয়ে তীব্র সমালোচনা দেশজুড়ে, তার উপরে মহেশের একটি টুইট যেন আগুনে ঘি ঢেলে দিল । মার্কিন লেখক ট্যাড উইলিয়ামসের সায়েন্স ফিকশন 'সিটি অফ গোল্ডেন শ্যাডো'-র এক জনপ্রিয় উক্তি শেয়ার করে বিপাকে ।

দেখে নিন কী লেখা ছিল সেই টুইটে...

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

আর এই টুইটের পরেই মহেশের সমালোচনায় নেটিজেনরা । টুইটারে মহেশের প্রায় 4 মিলিয়ন ফলোয়ার রীতিমতো তুলোধোনা করছেন পরিচালকের ।

কেউ লিখেছেন, "আপনি কি সুশান্ত সিং রাজপুতকে মজা করছেন ? কি চিপ মানসিকতা !"

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

তো কেউ লিখেছেন, "ওই অল্পবয়সী ছেলেটার মৃত্যু সবাইকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গেল । ওঁর মৃত্যু বিফলে যাবে না ।"

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

তো আবার কারও মতে, "আপনি কি মানুষের ব্রেনওয়াশ করে তাঁদের আত্মহত্যার পথে ঠেলে দিতে বদ্ধপরিকর ?"

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

মুম্বই : সুশান্ত সিংয়ের আত্মহত্যার কারণ নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরিক্ষা চলছে । বলিউডের একাধিক প্রভাবশালীর প্ররোচনার রয়েছে তাঁর আত্মহত্যায়, ধারণা পুলিশের । সেই প্রভাবশালীদের মধ্যে অন্যতম মহেশ ভাট ।

একে তাঁকে নিয়ে তীব্র সমালোচনা দেশজুড়ে, তার উপরে মহেশের একটি টুইট যেন আগুনে ঘি ঢেলে দিল । মার্কিন লেখক ট্যাড উইলিয়ামসের সায়েন্স ফিকশন 'সিটি অফ গোল্ডেন শ্যাডো'-র এক জনপ্রিয় উক্তি শেয়ার করে বিপাকে ।

দেখে নিন কী লেখা ছিল সেই টুইটে...

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

আর এই টুইটের পরেই মহেশের সমালোচনায় নেটিজেনরা । টুইটারে মহেশের প্রায় 4 মিলিয়ন ফলোয়ার রীতিমতো তুলোধোনা করছেন পরিচালকের ।

কেউ লিখেছেন, "আপনি কি সুশান্ত সিং রাজপুতকে মজা করছেন ? কি চিপ মানসিকতা !"

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

তো কেউ লিখেছেন, "ওই অল্পবয়সী ছেলেটার মৃত্যু সবাইকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গেল । ওঁর মৃত্যু বিফলে যাবে না ।"

mahesh bhatt making fun of Sushant Singh's death
.

তো আবার কারও মতে, "আপনি কি মানুষের ব্রেনওয়াশ করে তাঁদের আত্মহত্যার পথে ঠেলে দিতে বদ্ধপরিকর ?"

mahesh bhatt making fun of Sushant Singh's death
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.