ETV Bharat / sitara

'আশ্রম' সিরিজ় নিষিদ্ধ করার দাবি নেটিজ়েনদের একাংশের - Prakash Jha arrest

হিন্দু ভাবাবেগে আঘাত করেছে ওয়েব সিরিজ় 'আশ্রম'। এই অভিযোগ তুলে অবিলম্বে এই সিরিজ় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নেটিজ়েনদের একাংশ । পাশাপাশি প্রকাশ ঝা-এর গ্রেপ্তারির দাবিও তুলেছে তারা ।

asd
asd
author img

By

Published : Dec 16, 2020, 1:20 PM IST

মুম্বই : ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় 'আশ্রম'। কিন্তু, এই সিরিজ় মুক্তির পরই নেটিজ়েনদের একাংশের আক্রমণের মুখে পড়েছেন প্রযোজক প্রকাশ ঝা । সিরিজ়টি হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে বলে দাবি নেটিজ়েনদের । আর সেই কারণেই এই সিরিজ় নিষিদ্ধ করার পাশাপাশি প্রকাশ ঝা-এর গ্রেপ্তারির দাবিও তুলেছে তারা ।

চলতি বছরের অগাস্টে মুক্তি পেয়েছিল 'আশ্রম'-এর প্রথম সিজ়ন । এরপর একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন প্রকাশ ঝা । ওই সিরিজ় নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় তার জন্য ওই ভিডিয়োতে তিনি বলেছিলেন, "আমরা সব ধর্মগুরুকেই সম্মান করি । এছাড়া সব ধর্ম ও সবার বিশ্বাসকে সম্মান জানাই ।" তবে সেই ভিডিয়োকে কোনও গুরুত্ব দেয়নি নেটিজ়েনরা ।

এরপর আজ সকাল থেকেই এই ওয়েব সিরিজ় নিষিদ্ধ করার দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে নেটিজ়েনরা । এমনকী, টুইটারে ট্রেন্ড করছে '#ব্যানআশ্রমওয়েবসিরিজ়' । কারও মতে, এটা সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র । আবার কারও মতে, হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্যই এই সিরিজ় তৈরি করা হয়েছে । কেউ বলেছেন, প্রকাশ ঝা হিন্দু ধর্মকে অসম্মান করেছেন । সেই কারণেই অবিলম্বে এই সিরিজ় নিষিদ্ধ করা হোক । আর ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য প্রকাশ ঝাকে গ্রেপ্তার করা হোক ।

নভেম্বরে এই সিরিজ়ের বিরুদ্ধে সরব হয়েছিল করণি সেনা । এই ওয়েব সিরিজ়ের নির্মাতাদের আইনি নোটিশও পাঠিয়েছিল তারা । পরে অবশ্য সেই নোটিশের কড়া জবাব দিয়েছিলেন প্রযোজক ।

  • The web series Aasharm produced by Prakash Jha insults Hinduism, Guru and Ashram tradition. Therefore, it should be banned immediately and Prakash Jha should be arrested immediately for hurting religious sentiments.#BanAashramWebseries pic.twitter.com/7Esebmp6Gk

    — SANDEEPKEDIA (@Sandeep06424827) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, অদিতি পোহানকর, চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অধ্যায়ন সুমন, ত্রিধা চৌধুরি, বিক্রম কোচার. তুষার পান্ডে, সচিন শ্রফ, রাজীব সিদ্ধার্থ, তন্ময় রঞ্জন, প্রীতি সুদ, জাহাঙ্গির খান, কানুপ্রিয়া গুপ্ত ও নবদীপ তোমর ।

এই সিরিজ়ের প্রথম সিজ়নের সাফল্যর পর মুক্তি পায় দ্বিতীয় সিজ়ন । যার নাম 'আশ্রম : চ্যাপ্টার 2- দা ডার্ক সাইড'। 11 নভেম্বর মুক্তি পেয়েছিল দ্বিতীয় সিজ়নটি ।

মুম্বই : ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় 'আশ্রম'। কিন্তু, এই সিরিজ় মুক্তির পরই নেটিজ়েনদের একাংশের আক্রমণের মুখে পড়েছেন প্রযোজক প্রকাশ ঝা । সিরিজ়টি হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে বলে দাবি নেটিজ়েনদের । আর সেই কারণেই এই সিরিজ় নিষিদ্ধ করার পাশাপাশি প্রকাশ ঝা-এর গ্রেপ্তারির দাবিও তুলেছে তারা ।

চলতি বছরের অগাস্টে মুক্তি পেয়েছিল 'আশ্রম'-এর প্রথম সিজ়ন । এরপর একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন প্রকাশ ঝা । ওই সিরিজ় নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় তার জন্য ওই ভিডিয়োতে তিনি বলেছিলেন, "আমরা সব ধর্মগুরুকেই সম্মান করি । এছাড়া সব ধর্ম ও সবার বিশ্বাসকে সম্মান জানাই ।" তবে সেই ভিডিয়োকে কোনও গুরুত্ব দেয়নি নেটিজ়েনরা ।

এরপর আজ সকাল থেকেই এই ওয়েব সিরিজ় নিষিদ্ধ করার দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে নেটিজ়েনরা । এমনকী, টুইটারে ট্রেন্ড করছে '#ব্যানআশ্রমওয়েবসিরিজ়' । কারও মতে, এটা সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র । আবার কারও মতে, হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্যই এই সিরিজ় তৈরি করা হয়েছে । কেউ বলেছেন, প্রকাশ ঝা হিন্দু ধর্মকে অসম্মান করেছেন । সেই কারণেই অবিলম্বে এই সিরিজ় নিষিদ্ধ করা হোক । আর ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য প্রকাশ ঝাকে গ্রেপ্তার করা হোক ।

নভেম্বরে এই সিরিজ়ের বিরুদ্ধে সরব হয়েছিল করণি সেনা । এই ওয়েব সিরিজ়ের নির্মাতাদের আইনি নোটিশও পাঠিয়েছিল তারা । পরে অবশ্য সেই নোটিশের কড়া জবাব দিয়েছিলেন প্রযোজক ।

  • The web series Aasharm produced by Prakash Jha insults Hinduism, Guru and Ashram tradition. Therefore, it should be banned immediately and Prakash Jha should be arrested immediately for hurting religious sentiments.#BanAashramWebseries pic.twitter.com/7Esebmp6Gk

    — SANDEEPKEDIA (@Sandeep06424827) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, অদিতি পোহানকর, চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অধ্যায়ন সুমন, ত্রিধা চৌধুরি, বিক্রম কোচার. তুষার পান্ডে, সচিন শ্রফ, রাজীব সিদ্ধার্থ, তন্ময় রঞ্জন, প্রীতি সুদ, জাহাঙ্গির খান, কানুপ্রিয়া গুপ্ত ও নবদীপ তোমর ।

এই সিরিজ়ের প্রথম সিজ়নের সাফল্যর পর মুক্তি পায় দ্বিতীয় সিজ়ন । যার নাম 'আশ্রম : চ্যাপ্টার 2- দা ডার্ক সাইড'। 11 নভেম্বর মুক্তি পেয়েছিল দ্বিতীয় সিজ়নটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.