মুম্বই : কাছের মানুষকে হারিয়েছেন কয়েকমাস আগেই । জীবন অনেকটাই পরিবর্তিত । তবে তারই মধ্যে আশাবাদী নীতু কাপুর । ঋষি কাপুরের রেশ ধরেই ভালো থাকার রহস্য জানালেন নীতু ।
ইনস্টাগ্রামে ঋষির সঙ্গে একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে নীতু লিখেছেন, "ছোটো বা বড়, আমাদের সকলের মাথার মধ্যেই কোনও না কোনও যুদ্ধ চলে । একজনের কাছে বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও সে অসুখী হতে পারে । আবার যার কিছু নেই, সে এই দুনিয়ার সুখীতম মানুষ হতে পারে ।"
নিজের মনকে সংযত আর ভালো রাখাই আমাদের ভালো থাকার ওষুধ, বলতে চেয়েছেন নীতু ।
তিনি আরও লিখেছেন, "শুধু মনের জোর থাকা চাই । একটা সুন্দর ভবিষ্যৎ দেখার আশা থাকা চাই । জীবনের প্রতি কৃতজ্ঞ থাক, পরিশ্রম কর । তোমার প্রিয় মানুষদের কদর কর, তোমার জীবনের সবথেকে দামী সম্পদের মতো ।"
যেন ঋষিকে মনে করেই নীতুর এই পোস্ট লেখা । মেয়ে ঋধিমা কাপুর এই পোস্ট দেখে লিখেছেন, "খুব সুন্দর মা.."
দেখে নিন নীতুর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">