ETV Bharat / sitara

"আমাদের প্রথম নাচ...", ঋষিকে নিয়ে আবেগপ্রবণ নীতু - নীতু কাপুরের খবর

'জ়িন্দা দিল' ছবিতে প্রথমবার ঋষি কাপুরের সঙ্গে নেচেছিলেন নীতু সিং । হ্যাঁ সিং, তখনও তিনি কাপুর পরিবারের সদস্য হননি । আজ হঠাৎ করেই সেদিনের কথা মনে পড়ে গেল নীতুর ।

neetu kapoor emotional with rishi kapoor
neetu kapoor emotional with rishi kapoor
author img

By

Published : Jan 28, 2021, 10:40 PM IST

মুম্বই : চাইলেও কি ভুলে থাকা যায় ? ঋষির সঙ্গে কাটানো এত স্মৃতি, এত মুহূর্ত মাঝেমধ্যেই কড়া নাড়ে নীতুর দরজায় । আর সেগুলো নিজের ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী ।

'জ়িন্দা দিল' ছবিতে প্রথমবার ঋষির সঙ্গে পা মিলিয়েছিলেন নীতু । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "আমাদের প্রথম নাচ.."

মিষ্টি হিরো-হিরোইনের মিষ্টি নাচ দেখে নিন ভিডিয়োয়

একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন ঋষি আর নীতু । 'দো দুনি চার', 'কভি কভি', 'খেল খেল মেঁ', 'অমর আকবর অ্যান্টনি','ধন দৌলত', 'আনজানে মেঁ'-র মতো সুপারহিট ছবির অংশ ছিলেন এই দুই তারকা ।

মুম্বই : চাইলেও কি ভুলে থাকা যায় ? ঋষির সঙ্গে কাটানো এত স্মৃতি, এত মুহূর্ত মাঝেমধ্যেই কড়া নাড়ে নীতুর দরজায় । আর সেগুলো নিজের ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী ।

'জ়িন্দা দিল' ছবিতে প্রথমবার ঋষির সঙ্গে পা মিলিয়েছিলেন নীতু । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "আমাদের প্রথম নাচ.."

মিষ্টি হিরো-হিরোইনের মিষ্টি নাচ দেখে নিন ভিডিয়োয়

একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন ঋষি আর নীতু । 'দো দুনি চার', 'কভি কভি', 'খেল খেল মেঁ', 'অমর আকবর অ্যান্টনি','ধন দৌলত', 'আনজানে মেঁ'-র মতো সুপারহিট ছবির অংশ ছিলেন এই দুই তারকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.