ETV Bharat / sitara

দেশে ফিরে আবেগপ্রবণ পোস্ট নীতু কাপুরের - mumbai

দেশে ফিরে বিগত 11 মাসকে মনে করে আবেগপ্রবণ পোস্ট করলেন নীতু কাপুর । এই দিনগুলোতে অনেক কিছু শিখেছেন বলে জানালেন তিনি ।

নীতু কাপুর
author img

By

Published : Sep 13, 2019, 7:56 AM IST

মুম্বই : নিউ ইয়র্কে ঋষি কাপুরের চিকিৎসা চলাকালীন প্রতি মুহূর্ত পাশে থেকেছেন নীতু কাপুর । গতকাল ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করে নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ।

তিনি জানান, এই ফেজ়টা তাঁকে কীভাবে প্রভাবিত করে । নিজের একটি থ্রোব্যাক ছবি সহ পোস্টটি করেন নীতু কাপুর । সঙ্গে ক্যাপশনে লেখেন, "শেষ 11 মাস কোথায় গেল ? একটা লম্বা রাস্তা ছিল !!! এটা একটা ফেজ় যা আপনাকে অনেক কিছু শেখায়, আপনাকে পরিবর্তন করে ।"

ঋষি কাপুর ও নীতু কাপুর 11 মাস 11 দিন পর 10 সেপ্টেম্বর ভারতে ফিরে আসেন । নিউ ইয়র্কে চিকিৎসার জন্য থাকাকালীন করণ জোহর, ভিকি কৌশল, বোমান ইরানি, দীপিকা পাদুকোন, আমির খান, আলিয়া ভাট, সুনীল শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া, সোনালী বিন্দ্রে সহ বলিউডের একাধিক তারকা তাঁর সঙ্গে দেখা করেন ।

মুম্বই : নিউ ইয়র্কে ঋষি কাপুরের চিকিৎসা চলাকালীন প্রতি মুহূর্ত পাশে থেকেছেন নীতু কাপুর । গতকাল ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করে নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ।

তিনি জানান, এই ফেজ়টা তাঁকে কীভাবে প্রভাবিত করে । নিজের একটি থ্রোব্যাক ছবি সহ পোস্টটি করেন নীতু কাপুর । সঙ্গে ক্যাপশনে লেখেন, "শেষ 11 মাস কোথায় গেল ? একটা লম্বা রাস্তা ছিল !!! এটা একটা ফেজ় যা আপনাকে অনেক কিছু শেখায়, আপনাকে পরিবর্তন করে ।"

ঋষি কাপুর ও নীতু কাপুর 11 মাস 11 দিন পর 10 সেপ্টেম্বর ভারতে ফিরে আসেন । নিউ ইয়র্কে চিকিৎসার জন্য থাকাকালীন করণ জোহর, ভিকি কৌশল, বোমান ইরানি, দীপিকা পাদুকোন, আমির খান, আলিয়া ভাট, সুনীল শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া, সোনালী বিন্দ্রে সহ বলিউডের একাধিক তারকা তাঁর সঙ্গে দেখা করেন ।

Intro:Body:

Neetu Kapoor


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.