ETV Bharat / sitara

"জানি তুমি পাশেই আছ", ঋষি কাপুরের উদ্দেশে নীতু - নীতু কাপুর

সম্প্রতি চণ্ডীগড়ে চলছে 'যুগ যুগ জিও'-র শুটিং । আর শুটিংয়ের মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু । সেখানে মেকআপ করতে দেখা গিয়েছে তাঁকে ।

asd
asd
author img

By

Published : Nov 16, 2020, 12:39 PM IST

মুম্বই : বহু বছর পর ফের শুটিং ফ্লোরে ফিরেছেন নীতু কাপুর । এর আগে যতবার অভিনয় করেছেন তখন কেউ না কেউ তাঁর পাশে থেকেছে । প্রথমদিকে তাঁর মা সব সময় পাশে থাকতেন । তারপর ঋষি কাপুরকে পাশে পেয়েছেন। আর ঋষির অবর্তমানে পাশে পেয়েছেন ছেলে রণবীর কাপুরকে । কিন্তু, এবার তিনি একেবারেই একা । তাই শুটিং ফ্লোরে গিয়ে সবাইকে খুবই মিস করছেন তিনি । তবে সবথেকে বেশি মিস করছেন ঋষিকে ।

2013 সালে 'বেশরম'-এর আর বড় পরদায় দেখা যায়নি নীতুকে । সেখানে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন । 'যুগ যুগ জিও' দিয়ে অভিনয়ে কামব্যাক করতে চলেছেন তিনি । এই ছবিতে অনীল কাপুর, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ান ও প্রজাক্তা কোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

সম্প্রতি চণ্ডীগড়ে চলছে 'যুগ যুগ জিও'-র শুটিং । আর শুটিংয়ের মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু । সেখানে মেকআপ করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর মুখ দেখা যায়নি । আসলে চেয়ারে বসে পিছন থেকে ছবিটি তুলেছেন । আর তাঁকে মেকআপ করে দিচ্ছেন এক মেকআপ আর্টিস্ট ।

এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "অনেক বছর পর ফের সেটে ফিরলাম । নতুন করে সবকিছু শুরু করছি । এখানে আমি তোমার ভালোবাসা ও উপস্থিতি অনুভব করছি । মায়ের পর কাপুর সাহেব, তারপর রণবীর সব সময় আমার পাশে থেকেছে...এখন আমার নিজের নিজেকে খোঁজার পালা, ভয় লাগছে, কিন্তু আমি জানি তুমি সব সময় আমার পাশে রয়েছ ।"

এর আগে 'যুগ যুগ জিও'-র সেটে সহ অভিনেতাদের সঙ্গে দিওয়ালি পালন করতে দেখা গিয়েছিল নীতুকে । সেখানে অনিল কাপুরের সঙ্গে তোলা একটি ফোটো শেয়ার করেছিলেন তিনি ।

মুম্বই : বহু বছর পর ফের শুটিং ফ্লোরে ফিরেছেন নীতু কাপুর । এর আগে যতবার অভিনয় করেছেন তখন কেউ না কেউ তাঁর পাশে থেকেছে । প্রথমদিকে তাঁর মা সব সময় পাশে থাকতেন । তারপর ঋষি কাপুরকে পাশে পেয়েছেন। আর ঋষির অবর্তমানে পাশে পেয়েছেন ছেলে রণবীর কাপুরকে । কিন্তু, এবার তিনি একেবারেই একা । তাই শুটিং ফ্লোরে গিয়ে সবাইকে খুবই মিস করছেন তিনি । তবে সবথেকে বেশি মিস করছেন ঋষিকে ।

2013 সালে 'বেশরম'-এর আর বড় পরদায় দেখা যায়নি নীতুকে । সেখানে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন । 'যুগ যুগ জিও' দিয়ে অভিনয়ে কামব্যাক করতে চলেছেন তিনি । এই ছবিতে অনীল কাপুর, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ান ও প্রজাক্তা কোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

সম্প্রতি চণ্ডীগড়ে চলছে 'যুগ যুগ জিও'-র শুটিং । আর শুটিংয়ের মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু । সেখানে মেকআপ করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর মুখ দেখা যায়নি । আসলে চেয়ারে বসে পিছন থেকে ছবিটি তুলেছেন । আর তাঁকে মেকআপ করে দিচ্ছেন এক মেকআপ আর্টিস্ট ।

এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "অনেক বছর পর ফের সেটে ফিরলাম । নতুন করে সবকিছু শুরু করছি । এখানে আমি তোমার ভালোবাসা ও উপস্থিতি অনুভব করছি । মায়ের পর কাপুর সাহেব, তারপর রণবীর সব সময় আমার পাশে থেকেছে...এখন আমার নিজের নিজেকে খোঁজার পালা, ভয় লাগছে, কিন্তু আমি জানি তুমি সব সময় আমার পাশে রয়েছ ।"

এর আগে 'যুগ যুগ জিও'-র সেটে সহ অভিনেতাদের সঙ্গে দিওয়ালি পালন করতে দেখা গিয়েছিল নীতুকে । সেখানে অনিল কাপুরের সঙ্গে তোলা একটি ফোটো শেয়ার করেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.