মুম্বই : বহু বছর পর ফের শুটিং ফ্লোরে ফিরেছেন নীতু কাপুর । এর আগে যতবার অভিনয় করেছেন তখন কেউ না কেউ তাঁর পাশে থেকেছে । প্রথমদিকে তাঁর মা সব সময় পাশে থাকতেন । তারপর ঋষি কাপুরকে পাশে পেয়েছেন। আর ঋষির অবর্তমানে পাশে পেয়েছেন ছেলে রণবীর কাপুরকে । কিন্তু, এবার তিনি একেবারেই একা । তাই শুটিং ফ্লোরে গিয়ে সবাইকে খুবই মিস করছেন তিনি । তবে সবথেকে বেশি মিস করছেন ঋষিকে ।
2013 সালে 'বেশরম'-এর আর বড় পরদায় দেখা যায়নি নীতুকে । সেখানে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন । 'যুগ যুগ জিও' দিয়ে অভিনয়ে কামব্যাক করতে চলেছেন তিনি । এই ছবিতে অনীল কাপুর, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ান ও প্রজাক্তা কোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।
সম্প্রতি চণ্ডীগড়ে চলছে 'যুগ যুগ জিও'-র শুটিং । আর শুটিংয়ের মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু । সেখানে মেকআপ করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর মুখ দেখা যায়নি । আসলে চেয়ারে বসে পিছন থেকে ছবিটি তুলেছেন । আর তাঁকে মেকআপ করে দিচ্ছেন এক মেকআপ আর্টিস্ট ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "অনেক বছর পর ফের সেটে ফিরলাম । নতুন করে সবকিছু শুরু করছি । এখানে আমি তোমার ভালোবাসা ও উপস্থিতি অনুভব করছি । মায়ের পর কাপুর সাহেব, তারপর রণবীর সব সময় আমার পাশে থেকেছে...এখন আমার নিজের নিজেকে খোঁজার পালা, ভয় লাগছে, কিন্তু আমি জানি তুমি সব সময় আমার পাশে রয়েছ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে 'যুগ যুগ জিও'-র সেটে সহ অভিনেতাদের সঙ্গে দিওয়ালি পালন করতে দেখা গিয়েছিল নীতুকে । সেখানে অনিল কাপুরের সঙ্গে তোলা একটি ফোটো শেয়ার করেছিলেন তিনি ।