মুম্বই : আপকামিং ছবিতে নীনা গুপ্ত ও সাক্ষী তনওয়ারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে । ছবির নাম 'ডায়াল 100'। এই থ্রিলারটি পরিচালনা করছেন রেনসিল ডি সিলভা । আজই শুরু হয়েছে ছবির শুটিং । ছবিটি প্রযোজনা করছে সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া, সিদ্ধার্থ মলহোত্রা ও স্বপ্না মলহোত্রা ।
ইনস্টাগ্রামে এই ছবির কথা ঘোষণা করেন মনোজ । তার ক্যাপশনে লেখেন, "একটা বড় খবর শেয়ার করতে চাই ! আমার পরবর্তী ছবির কথা ঘোষণা করছি #ডায়াল100 । সেখানে অসাধারণ সহ অভিনেত্রীদের সঙ্গে কাজ করব । রয়েছেন নীনা গুপ্ত ও সাক্ষী তনওয়ার । ছবির গল্প ও রহস্যের জেরে ছবিটির প্রেমে পড়ে গিয়েছি । যাত্রা শুরুর করার জন্য মুখিয়ে রয়েছি !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবি প্রসঙ্গে পরিচালক রেনসিল বলেন, "এই ছবির শুটিং শুরু করতে পেরে খুবই আনন্দিত । এই ছবির গল্প একেবারেই অন্যরকম । আশাকরি দর্শকদের সবারই বিষয়টি খুব ভালো লাগবে । রহস্যে মোড়া এই ছবি একাধিকবার আপনার দেখতে ইচ্ছে করবে ।"
শেষবার 'সুরজ পে মঙ্গল ভারী' ছবিতে দেখা গিয়েছিল মনোজকে । সেখানে ফতিমা সানা শেখ, ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । কোরোনা পরিস্থিতির মধ্যে এটাই প্রথম ছবি যা মুক্তি পেয়েছিল সিনেমা হলে । এমনকী, মেয়ে ইরাকে নিয়ে হলে ছবিটি দেখতে গিয়েছিলেন আমির খান ।