ETV Bharat / sitara

রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের NCB-র - NCB criminal case Rhea

26 অগাস্ট রিয়া, তাঁর ভাই সৌভিক ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল নারকোটিকস কন্ট্রোল বিওরো । আর এবার রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল তারা ।

sdf
sdf
author img

By

Published : Sep 1, 2020, 7:28 AM IST

মুম্বই : রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে NCB । এছাড়া ফারুক শেখ ওরফে ফারুক বাটাটা ও বকুল চান্ডালিয়া নামে দুই ব্যক্তির উপরেও নজর রাখছে তারা । সূত্রের খবর, ফারুক ও বকুল বলিউডে মাদক পাচারের সঙ্গে যুক্ত । তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।

তদন্তের সময় রিয়ার মোবাইল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পায় ED । যা থেকে মাদক পাচারের সঙ্গে তাঁর যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যায় । এরপর 25 অগাস্ট NCB-র সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা ।

সেই মতো 26 অগাস্ট রিয়া, তাঁর ভাই সৌভিক ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে NCB । শুরু হয় তদন্ত । রিয়ার কলরেকর্ড খতিয়ে দেখে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর হদিশ পান তদন্তকারীরা । তাঁদের অনুমান, রিয়াকে মাদকের যোগান দিতেন গৌরবই । ওই ব্যবসায়ীকে গতকাল এনিয়ে জিজ্ঞাসাবাদ করে ED । তারপরই গতকাল রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় NCB-র তরফে ।

আরও পড়ুন : রিয়া সহ আরও দু'জনের বিরুদ্ধে কেস ফাইল করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

এছাড়া সহকারী স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গেও হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে একাধিক কথোপকথন হয়েছিল রিয়ার । সেই সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে সাফ জানিয়ে দিয়েছেন, "জীবনে কখনও মাদক সেবন করেননি রিয়া । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

আরও পড়ুন : কখনও ড্রাগ নেননি রিয়া, যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুত : আইনজীবী

ED ও NCB-র পাশাপাশি সুশান্ত মৃত্যু মামলার তদন্ত করছে CBI । গতকাল ফের টানা 9 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া ও তাঁর ভাই সৌভিককে । এই নিয়ে রিয়াকে চারবার ডেকে পাঠাল CBI । এছাড়া গতকাল ফের ডেকে পাঠানো হয়েছিল সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ও দিদি মিতু সিংকে । সূত্রের খবর, রিয়া ও মিতুকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

মুম্বই : রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে NCB । এছাড়া ফারুক শেখ ওরফে ফারুক বাটাটা ও বকুল চান্ডালিয়া নামে দুই ব্যক্তির উপরেও নজর রাখছে তারা । সূত্রের খবর, ফারুক ও বকুল বলিউডে মাদক পাচারের সঙ্গে যুক্ত । তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।

তদন্তের সময় রিয়ার মোবাইল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পায় ED । যা থেকে মাদক পাচারের সঙ্গে তাঁর যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যায় । এরপর 25 অগাস্ট NCB-র সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা ।

সেই মতো 26 অগাস্ট রিয়া, তাঁর ভাই সৌভিক ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে NCB । শুরু হয় তদন্ত । রিয়ার কলরেকর্ড খতিয়ে দেখে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর হদিশ পান তদন্তকারীরা । তাঁদের অনুমান, রিয়াকে মাদকের যোগান দিতেন গৌরবই । ওই ব্যবসায়ীকে গতকাল এনিয়ে জিজ্ঞাসাবাদ করে ED । তারপরই গতকাল রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় NCB-র তরফে ।

আরও পড়ুন : রিয়া সহ আরও দু'জনের বিরুদ্ধে কেস ফাইল করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

এছাড়া সহকারী স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গেও হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে একাধিক কথোপকথন হয়েছিল রিয়ার । সেই সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে সাফ জানিয়ে দিয়েছেন, "জীবনে কখনও মাদক সেবন করেননি রিয়া । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

আরও পড়ুন : কখনও ড্রাগ নেননি রিয়া, যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুত : আইনজীবী

ED ও NCB-র পাশাপাশি সুশান্ত মৃত্যু মামলার তদন্ত করছে CBI । গতকাল ফের টানা 9 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া ও তাঁর ভাই সৌভিককে । এই নিয়ে রিয়াকে চারবার ডেকে পাঠাল CBI । এছাড়া গতকাল ফের ডেকে পাঠানো হয়েছিল সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ও দিদি মিতু সিংকে । সূত্রের খবর, রিয়া ও মিতুকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.